রোজদিন ডেস্ক :- বুধবার উপনির্বাচনে প্রথম পরীক্ষা প্রিয়ঙ্কা গান্ধির। রাহুল গান্ধির ছেড়ে যাওয়া ওয়েনাড় লোকসভা আসনে বুধবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে উপনির্বাচন৷ সকাল ১১ টা পর্যন্ত এই আসনে ভোট পড়েছে ২৭.০৩ শতাংশ৷ এই আসনে ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউডিএফ) প্রার্থী হিসেবে লড়াই করছেন প্রিয়াঙ্কা গান্ধি বঢরা৷ তাঁর বিরুদ্ধে সত্যান মকেরিকে প্রার্থী করেছে লেফ্ট ডেমোক্রেটিক ফ্রন্ট (এলডিএফ)৷ আর বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন নব্যা হরিদাস।
সোমবার প্রচারের শেষ দিনে বোনের সঙ্গে ছিলেন ওয়ানাডের দু’বারের সাংসদ রাহুল গান্ধী। কংগ্রেস নেতা আগেও একদফা প্রচার করেছেন। মনোনয়ন পেশের দিন প্রিয়ঙ্কার সঙ্গে রাহুল ছাড়াও মা সনিয়া হাজির ছিলেন।
ভোটপ্রক্রিয়া শুরু হতেই বুথ পরিদর্শনে যান প্রিয়াঙ্কা৷ নির্বাচনী ফল সম্পর্কে তাঁর মতামত জানতে চাওয়া হলে প্রিয়াঙ্কা বলেন, “ওয়েনাড়ের মানুষ অনেক ভালোবাসা দিয়েছেন ৷ আমার আশা সেই ভালোবাসা ফিরিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন তাঁরা ৷ তাদের প্রতিনিধিত্ব করার জন্য আমাকেই বেছে নেবেন ৷” সম্প্রতি, ওয়াকফ আইন নিয়ে কেরলের রাজনীতিতে চরম উত্তেজনার সৃষ্টি হয় ৷ এদিন সেই প্রসঙ্গে প্রিয়াঙ্কাকে জিজ্ঞেস করা হলে সেই প্রশ্ন এড়িয়ে যান তিনি ৷
Be the first to comment