কেরালার কোঝিকোড়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা। বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গেল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বিমান। সেটি পাশের জমিতে গিয়ে পড়ে। তবে আগুন ধরে যায়নি। এই মর্মান্তিক দুর্ঘটনায় পাইলটের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
শুক্রবার রাতে এই ঘটনা ঘটেছে। দুর্ঘটনাগ্রস্ত বিমানে ১৮৪ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ১০ শিশু আছে। এ ছাড়া ছিলেন ২ জন পাইলট এবং ৫ জন কেবিন ক্র। সেটি দুবাই থেকে ফিরছিল। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকল এবং উদ্ধারকারী দল। পাঠানো হয়েছে NDRF-এর জওয়ানদের। উদ্ধারকাজ চলছে।
কোঝিকোড়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের দুর্ঘটনায় সরকারিভাবে এখনও পর্যন্ত ২ আরোহীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এদিকে কেরালার মুখ্যমন্ত্রী বিজয়নের নির্দেশে উদ্ধারকাজে নেতৃত্ব দিতে কোঝিকোড় বিমানবন্দরে যাচ্ছেন মন্ত্রী এসি মইদিন। CMO-থেকে একথা জানানো হয়েছে।
এই দুর্ঘটনা সস্পর্কে আপডেট দিতে হেল্পলাইন চালু করল দুবাইয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস। হেল্পলাইন নম্বরগুলি হল: 056 546 3903, 0543090572 এবং 0543090572।
কারিপুর বিমান দুর্ঘটনা সম্পর্কে খোঁজখবর নিতে কেরালার মুখ্যমন্ত্রীকে বিজায়নকে টেলিফোন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রধানমন্ত্রীকে বিজয়ন জানান, কোঝিকোড় এবং মালাপ্পুরমের জেলাশাসক এবং রাজ্য পুলিশের IG অশোক যাদব ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন এবং উদ্ধার কাজ তদারকি করছেন।
ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।
Be the first to comment