বন্যার ভয়াবহতা কাটতে না কাটতেই কেরলে এ বার নতুন আতঙ্ক, র‍্যাট ফিভারে মৃত ১৫

Spread the love
বন্যার ভয়াবহতা কাটতে না কাটতেই কেরলে এ বার নতুন আতঙ্ক। হানা দিয়েছে ইঁদুর জ্বর বা র‍্যাট ফিভার। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ১৫ জনের। আক্রান্তের সংখ্যা সাড়ে তিনশোরও বেশি।
বিশেষজ্ঞরা বলছেন, র‍্যাট ফিভার বা লেপটোপাইরোসিস একটি জলবাহিত রোগ। এটি একটি বিশেষ ধরনের ব্যাকটেরিয়া ঘটিত অসুখ৷ ইঁদুর এই ব্যাকটেরিয়ার বাহক৷ মূলত দূষিত জল থেকেই এই সংক্রমণ ছড়ায়৷ উপসর্গ হিসেবে দেখা যায় জ্বর। সঙ্গে সারা শরীরে অসহ্য যন্ত্রণাও অনুভব করেন আক্রান্ত। অনুমান করা হচ্ছে, বন্যার দূষিত জলের কারণেই কেরলের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে এই রোগ৷
র‍্যাট ফিভারের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে কোঝিকোড়ে৷ সোমবার পর্যন্ত কোঝিকোড়েই অন্তত ২৮ জন লেপটোপাইরোসিস আক্রান্ত হয়েছেন বলে খবর৷ এছাড়াও র‍্যাট ফিভার ছড়িয়ে পড়েছে মালাপ্পুরম, আল্লাপুজা এবং কেরলের আরও অনেক জেলায়। গত দু’দিনে এই ইন্দুর জ্বরে আক্রান্ত হয়ে কেরলে মারা গিয়েছেন কমপক্ষে আটজন।
যদিও স্বাস্থ্যমন্ত্রী কেকে শৈলজা রাজ্যবাসীকে আশ্বাস দিয়েছেন। তিনি জানিয়েছেন, আতঙ্কের কোনও কারণ নেই। শৈলজা আরও জানিয়েছেন, সরকারের তরফে এই রোগ প্রতিরোধের সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। জ্বর হলে ডাক্তারের পরামর্শে রোগীকে ওষুধ খাওয়া উপদেশও দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, রাজ্যের সব হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ ওষুধ মজুদ রয়েছে।
সমীক্ষা বলছে, কেরলে এখনও পর্যন্ত এই র‍্যাট ফিভারে আক্রান্ত হয়েছেন অন্তত ৩৭২ জন। তাঁদের মধ্যে ১৫০ জনের শরীরে রক্ত পরীক্ষা করার পর র‍্যাট ফিভারের লক্ষণ দেখা গিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*