ভয়াবহ বন্যায় বিপর্যস্ত কেরল। শনিবার থেকে বৃষ্টি কমলেও অবস্থার পরিবর্তন হয়নি। রাজ্যের ১৪ জেলার মধ্যে ১০ জেলায় জারি রয়েছে অরেঞ্জ সতর্কতা। ঘরছাড়া হয়েছেন প্রায় ২ লাখ মানুষ। এখনও জলের মধ্যে আটকে রয়েছেন বহু মানুষ।
তবে সব মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে নৌবাহিনী এবং বায়ু সেনা। ইতিমধ্যেই উদ্ধার হয়েছেন অনেকেই। এমনকী বাড়ির সরু ছাদে হেলিকপ্টার নামিয়েও ২৬ জনকে উদ্ধার করেছে নৌসেনাবাহিনী। তাঁদের মধ্যে রয়েছে এক ৮০ বছরের বৃদ্ধাও।
তবে এ বার নৌসেনা নয়। বরং ঝুঁকি নিয়েছে বায়ুসেনাবাহিনী। বন্যায় ডুবে যাওয়া বাড়ির ছাদ থেকে উদ্ধার করা হয়েছে এক শিশুকে। শিশুটির বয়স বছর দেড়-দুই হবে।
কেরালার আলাপ্পুজাতে বন্যায় ডুবে গিয়েছিল একটি বাড়ি। আর সেই বাড়ির ছাদ থেকেই এক শিশুকে উদ্ধার করেছেন বায়ুসেনার কম্যান্ডার প্রশান্ত। তিনি ভারতীয় বায়ুসেনার গারুদ স্পেশাল ফোর্সের উইং কম্যান্ডার। চপার থেকে নেমে এসে দড়ির সাহায্যে বন্যায় ডুবে যাওয়া ওই বাড়ির ছাদ থেকে শিশুটিকে উদ্ধার করেন কম্যান্ডার প্রশান্ত।
Be the first to comment