প্রয়াত বঙ্গে প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী।আজ, রবিবার ভোর পাঁচটা নাগাদ উত্তরপ্রদেশে নিজের বাড়িতেই ভোর পাঁচটা নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। কেশরীনাথের মৃত্যুর খবর জানিয়েছেন তাঁর ছেলে নারাজ ত্রিপাঠী। পরিবারসূত্রে জানা গেছে, গত ৮ ডিসেম্বর কেশরীনাথ ত্রিপাঠী বাথরুমে পড়ে যান। তাঁর ডান হাত ভেঙে যায়। যার কারণে তিনি দুর্বল হয়ে পড়েন। শুক্রবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়।
প্রসঙ্গত, তিনি পশ্চিমবঙ্গের ২০তম রাজ্যপাল ছিলেন ৷ ২০১৪ সালের ২৪ জুলাই তিনি দায়িত্ব নেন ৷ ২০১৯ সালের ২৯ জুলাই পর্যন্ত ওই পদে ছিলেন ৷ এই সময়কালের মধ্যেই তিনি দু’দফায় কয়েক মাসের জন্য বিহারের রাজ্যপাল হিসেবে অতিরিক্ত দায়িত্ব সামলেছেন ৷ পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকাকালীনই তিনি মিজোরাম ও মেঘালয়ের রাজ্যপালের অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয় তাঁকে ৷
এছাড়া তিনি দু’দফায় উত্তরপ্রদেশ বিধানসভার অধ্যক্ষের দায়িত্বে ছিলেন ৷ প্রথম দফায় তিনি ১৯৯১ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত স্পিকার ছিলেন ৷ এর পর ১৯৯৭ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত স্পিকার ছিলেন তিনি ৷
Be the first to comment