আতসবাজি তৈরির সময় বিস্ফোরণে ভস্মীভূত হয়ে গেলো একটি বাড়ি। জখম বাড়ির মালিক ও তাঁর স্ত্রী। ঘটনাটি ঘটেছে কেশপুরের ঘোষডিহা গ্রামে। জানা গিয়েছে, ওই বাড়িতে অবৈধভাবে প্রায় ১৫ বছর ধরে আতসবাজি তৈরি হচ্ছিল। জখম দু’জনকে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে কেশপুর থানার পুলিশ।
জানা গিয়েছে, দীর্ঘ ১৫ বছর ধরে ঘোষডিহা গ্রামে নিজের বাড়িতেই আতসবাজি তৈরি করছিলেন হারাধন গায়েন। রবিবার দুপুর ৩টে নাগাদ সেই বাড়ি থেকেই বিস্ফোরণের শব্দ শুনতে পান আশপাশের বাসিন্দারা। সেখানে গিয়ে অগ্নিদগ্ধ অবস্থায় হারাধনবাবু ও তাঁর স্ত্রী অর্চনা গায়েনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তাঁরা। আগুন নেভানোরও চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে বাড়িটি ভস্মীভূত হয়ে যায়। ভেঙে পড়ে বাড়ির এক পাশের দেওয়ালও।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশপাশের এলাকা কেঁপে ওঠে। উড়ে যায় হারাধনবাবুর বাড়ির ছাদ। তাহলে সেখানে কি শুধু আতসবাজি তৈরি হত? না কি অন্য কোনও কারণে বিস্ফোরণ? খতিয়ে দেখছে পুলিশ ৷
Be the first to comment