বাংলায় অশান্তি নিয়ে হস্তক্ষেপ রাজ্যপালের, আগামীকাল রাজভবনে ৪ দলকে নিয়ে বৈঠক

Spread the love

রাজ্যে অশান্ত পরিস্থিতি রুখতে এবার হস্তক্ষেপ করলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী ৷ বৈঠকে ডাকলেন রাজ্যের চার রাজনৈতিক দলকে ৷ বৃহস্পতিবার বিকেল চারটেয় রাজভবনে তৃণমূল, বিজেপি, সিপিআইএম ও কংগ্রেসকে বৈঠকে ডাকলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী ৷ প্রসঙ্গত, লোকসভা ভোট শেষ হওয়ার পর থেকেই রাজ্যে বেড়েই চলেছে রাজনৈতিক হিংসার ঘটনা ৷ রাজ্যের বিভিন্ন স্থানে রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে সংঘর্ষ ও হানাহানি বেড়েই চলেছে ৷ সম্প্রতি বসিরহাটের ঘটনায় এরাজ্যের পরিস্থিতি নিয়ে রিপোর্ট চেয়ে পাঠায় স্বরাষ্ট্রমন্ত্রক ৷ সোমবার রাজ্যের ভোট পরবর্তী উত্তেজিত পরিস্থিতি নিয়ে আলোচনায় বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী ৷

এদিকে রাজ্যপালের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যপাল ডেকেছেন, আমাদের দলের প্রতিনিধিরা গিয়ে দেখা করবেন। কোনও অসুবিধে নেই। অন্যদিকে, বাংলায় ৩৫৬ ধারা জারি জরুরি কিনা এ প্রসঙ্গে অভিষেক বলেন, উত্তরপ্রদেশে ৩৫৬ ধারা কেন জারি করা হবে না? সেখানে বেশি জরুরি নাকি বাংলায় জরুরি?

সন্দেশখালিতে হিংসার ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। লোকসভা ভোটের পর বাংলায় যেভাবে অশান্তির ঘটনা ঘটছে, সেখানে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে বলে ইতিমধ্যেই চর্চা চলছে বঙ্গ রাজনীতিতে। বঙ্গে ৩৫৬ জারি করা হতে পারে কিনা, এ প্রশ্নের জবাবে রাজ্যপাল জানিয়েছিলেন, এটা আমার এক্তিয়ারের মধ্যে পড়ে না। পরে এ প্রসঙ্গে হতেও পারে বলে মন্তব্য করেন রাজ্যপাল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*