প্রয়াত ত্রিপুরার সিপিআইএম নেতা খগেন্দ্র জামাতিয়া

Spread the love

শোকের ছায়া ত্রিপুরার বাম শিবিরে। বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের আগেই মৃত্যু হল ত্রিপুরার মন্ত্রী ও দলের শীর্ষস্থানীয় নেতা খগেন্দ্র জামাতিয়া৷ শুক্রবার থেকেই খগেন্দ্রর মৃত্যুর কারণে অর্ধনমিত দলের পতাকা৷ শনিবার ফলাফল প্রকাশ শেষের পর রবিবার বের হবে সিপিআইএমের শোক মিছিল৷

প্রসঙ্গত, ত্রিপুরায় ভোটের আগে থেকেই অসুস্থ ছিলেন খগেন্দ্র জামাতিয়া৷ সম্প্রতি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হন তিনি৷ দিল্লির এইমসে চিকিৎসা চলছিল তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। চলতি নির্বাচনে ত্রিপুরার কৃষ্ণপুরের সংরক্ষিত আসনে সিপিআইএম প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তিনি৷ ১৯৮৩ থেকে টানা ৩৪ বছর ধরে ওই আসনে জিতেছেন তিনি ৷ ত্রিপুরার সমবায়, মৎস্য ও দমকল দফতরের মন্ত্রী ছিলেন তিনি৷ এছাড়াও, ভোটের সূচি প্রকাশের ঠিক আগেই প্রয়াত হন ত্রিপুরা রাজ্য বামফ্রন্টের আহ্বায়ক খগেন দাশের। ভোটের প্রচারে বেরিয়ে আকস্মিক মৃত্যু হয় কেন্দ্রের সিপিএম প্রার্থী রমেন্দ্র নারায়ণ দেববর্মা। একের পর এক প্রিয় নেতা-মন্ত্রীদের মৃত্যুতে শোকাহত বামেরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*