খাগড়াগড় কাণ্ডে নিজেদের দোষ স্বীকার করে নিলো ১৯ জন অভিযুক্ত। বুধবার বিশেষ NIA আদালতে তারা নিজেদের দোষ স্বীকার করে নেয়। তাদের দোষ স্বীকারের ভিডিয়োগ্রাফি করা হয়। ৩০ অগাস্ট এই মামলার সাজা ঘোষণা হতে পারে বলে খবর।
উল্লেখ্য, ২০১৪ সালের ২ অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ে একটি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে মৃত্যু হয় দু’জনের। তারা জামাতুল মুজাহিদিন বাংলাদেশ-এর সদস্য ছিল। ঘটনার তদন্তভার যায় NIA-এর হাতে। এই মামলায় এখনও পর্যন্ত ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। চলতি মাসের শেষে মধ্যপ্রদেশ থেকে গ্রেফতার করা হয় জহিরুল শেখকে। আজ মামলার শুনানিতে ১৯ জন অভিযুক্তই নিজেদের দোষ স্বীকার করে নেয়।
Be the first to comment