বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা করার নির্দেশ দিয়েছে ঢাকা হাইকোর্ট। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিল সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়। স্পেশালিটি হাসপাতালে কারাবন্দি খালেদা জিয়ার চিকিৎসার আবেদন করে হাইকোর্টে দায়ের করা রিটের ওপর আজ আদেশ দেয় আদালত। আদেশে বলা হয়েছে, খালেদা নিজের পছন্দমতো চিকিৎসকদেরদিয়ে নিজের চিকিৎসা করাতে পারবেন।
তবে চিকিৎসা করাতে হবে শেখ মুজিব হাসপাতালেই। তাকে দ্রুত ভর্তি করে চিকিৎসা শুরু করতে বলা হয়েছে। নতুন করে পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করার নির্দেশও দেয় আদালত। গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড হয়। রায় ঘোষণার পরই তাকে রাজধানীর পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই বন্দি থেকে সাজা ভোগ করছেন।
Be the first to comment