এলাকা দখল নিয়ে উত্তপ্ত খড়্গপুরের কয়তা, দুই পক্ষের বোমাবাজিতে জখম কমপক্ষে ৬; পড়ুন!

Spread the love
এলাকা দখল নিয়ে উত্তপ্ত খড়্গপুরের কয়তা। বুধবার সকাল থেকেই তৃণমূল এবং বিজেপি’র মধ্যে শুরু হয় সংঘর্ষ। দুই পক্ষের বোমাবাজিতে জখম হয়েছেন ছয় জন। আহতরা ভর্তি রয়েছে খড়্গপুর মহকুমা হাসপাতালে। সূত্রের খবর, এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে আটজনকে আটক করেছে পুলিশ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী।
পুলিশ জানিয়েছে, এ দিন জননী সুরক্ষা কার্ডে স্বাক্ষর করানোর জন্য পলশা গ্রাম পঞ্চায়েতে গিয়েছিলেন কয়তা গ্রামের বাসিন্দারা। এলাকার বিজেপি নেত্রী অন্তরা ভট্টাচার্যের অভিযোগ, বিজেপি কর্মী-সমর্থকদের কার্ডে সই করেননি তৃণমূলের পঞ্চায়েত সদস্য মলয় জানা। এর জেরেই গন্ডগোলের সূত্রপাত হয় এ দিন সকালে। কার্ডে সই না করায় প্রতিবাদ করেন বিজেপি সমর্থকরা।  অভিযোগ এরপরেই তাদের উপর চড়াও হয় তৃণমূল। অন্তরা ভট্টাচার্য জানিয়েছেন, ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকজন বিজেপি সমর্থকের বাড়ি। ঘটনায় আহতও হয়েছেন কয়েকজন বিজেপি কর্মী-সমর্থক।
অন্যদিকে বিজেপি’র বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন তৃণমূলের স্থানীয় নেতারা। তাঁদের অভিযোগ, বিজেপি’র লোকেরাই গা জোয়ারি করেছে। গন্ডগোল শুরু করেছে। বাইরে থেকে লোক নিয়ে এসে হামলা চালিয়েছে বিজেপি। এমনটাই অভিযোগ করেছেন স্থানীয় তৃণমূলের নেতারা।
দুই রাজনৈতিক গোষ্ঠীর সংঘর্ষে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় খড়্গপুরের কয়তা গ্রাম। বিজেপি কর্মী-সমর্থকদের বাড়ি ভাঙার পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজিরও অভিযোগ এনেছে বিজেপি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*