বগটুই-কান্ডে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করলো হাইকোর্ট

Spread the love

রামপুরহাটের বগটুই গ্রামে যে ঘটনা ঘটেছে, তাতে উদ্বেগ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। বুধবার স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছে আদালত। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এই ঘটনাকে সিরিয়াস ক্রাইম বলে উল্লেখ করেছেন তিনি। এ দিনই মামলার শুনানি হবে। রামপুরহাটের ঘটনাকে শকিং বলেও উল্লেখ করেছেন বিচারপতি। কোন পথে তদন্ত হওয়া উচিত, সেই বিষয়ের উল্লেখ থাকবে মামলায়। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এই সংক্রান্ত যাবতীয় মামলা শুনবেন।

এই ঘটনায় মঙ্গলবারই আদালতের দ্বারস্থ হয় বিজেপি। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের করার আবেদন জানায় গেরুয়া শিবির। মামলা করার অনুমতি দেয় আদালত।

মঙ্গলবার সকালেই বীরভূমের বগটুই গ্রামে একের পর এক দেহ উদ্ধার হয়। এই ঘটনা নিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন বিজেপি নেতা তরুণজ্যেতি তিওয়ারি। মর্মান্তিক এই ঘটনা প্রসঙ্গে বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল মন্তব্য করেছেন, শর্ট সার্কিট থেকে এই ঘটনা ঘটেছে। আর সে কথা উল্লেখ করেই এ দিন বিজেপি নেতা প্রশ্ন তোলেন, এরকম একটি ঘটনাকে কী ভাবে শর্ট সার্কিট বলে ব্যাখ্যা করা হচ্ছে? বিজেপি নেতার আবেদন শুনে মামলা দায়ের করার অনুমতি দেয় আদালত। এ দিন সেই সংক্রান্ত সব মামলা শোনা হবে।

ইতিমধ্যেই স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট গঠন করেছে রাজ্য। এডিজি সিআইডি জ্ঞানবন্ত সিং-এর নেতৃত্বে সিট গঠন করা হয়েছে। এই ঘটনার জেরে ক্লোজ করা হয়েছে রামপুরহাটের আইসিকে, অপসারণ করা হয়েছে এসডিপিও সায়ন আহমেদকে। বৃহস্পতিবারই রামপুরহাট যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই এই ঘটনায় রিপোর্ট তলব করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। জাতীয় শিশু সুরক্ষা কমিশন ও মহিলা কমিশনের তরফেও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*