মাথা বাঁচানোর ছাদই এখন বিপদ হয়ে দাঁড়িয়েছে খড়্গপুর রেল কোয়ার্টারের বাসিন্দাদের কাছে। রোজ খসে পড়ছে চাঙড়। একটু বৃষ্টিতেই ঘরে জমছে জল। বারবার আবেদন নিবেদন হয়েছে। কিন্তু, তাতে সুফল মেলেনি। বেহাল অবস্থা খড়্গপুরের ধন সিং ময়দানের রেল কোয়ার্টারের। খসে পড়ছে চাঙড়, জীর্ণ দেওয়াল, বেরিয়ে সিলিংয়ের রড, কোয়ার্টারের দেওয়ালে গাছ। ভিতরের অবস্থাও তথৈবচ। বেরিয়ে গিয়েছে সিলিংয়ের রড। রোজ খসে পড়ছে চাঙড়। ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী হচ্ছেন আবাসনের বাসিন্দারা।
এমন জরাজীর্ণ আবাসনে বাস করছে মোট চব্বিশটি পরিবার। অনেকেই চাইছেন, আবাসনটিকে পরিত্যক্ত ঘোষণা করা হোক। কিন্তু, তারপর কোথায় মিলবে মাথাগোঁজার ঠাঁই? এই প্রশ্নই এখন বড় হয়ে দাঁড়িয়েছে সকলের কাছে।
Be the first to comment