খেলরত্নের জন্য মনোনীত নীরজ চোপড়া সহ ১১জন ভারতীয় ক্রীড়াবিদ

Spread the love

মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের জন্য ১১জন ক্রীড়াবিদ মনোনীত করা হয়েছে। কেন্দ্রীয় ক্রীড়া পুরস্কার কমিটির পক্ষ থেকে বুধবার একথা ঘোষণা করা হয়েছে। এটা দেশের শীর্ষ ক্রীড়া সম্মান। টোকিয়ো অলিম্পিকে সোনার পদকজয়ী নীরজ চোপড়ার নাম এই তালিকায় রয়েছে। জ্যাভেলিন থ্রোয়ে নীরজ এই পদক জয় করেছিলেন। এছাড়া তালিকায় নাম রয়েছে রবি দাহিয়া, পিআর শ্রীজেশ এবং লভনিলা বরগোহাঁই। দেশের কিংবদন্তি মহিলা ক্রিকেটার মিতালি রাজকেও এই সম্মানের জন্য মনোনীত করা হয়েছে। এছাড়া দেশের প্রথম ফুটবলার হিসেবে সুনীল ছেত্রী এই সম্মানের জন্য মনোনীত হয়েছে।

২০২১ সালটা ভারতীয় খেলাধুলোর জন্য যথেষ্ট ভালো ছিল। ভারতের বহু অ্যাথলিট টোকিয়ো অলিম্পিকে পদক জয় করে দেশকে গর্বিত করেছেন। সেই জয়ের ধারা অব্যাহত ছিল টোকিয়ো প্যারালিম্পিক্সেও। ভারতীয় প্যারালিম্পিয়ান অবনি লেখারা দেশের প্রথম মহিলা হিসেবে এই টুর্নামেন্টে জোড়া সোনার পদক অর্জন করেছেন। তাঁর নামও খেলরত্নের জন্য মনোনয়ন করা হয়েছে। এছাড়া F৬৪ প্যারা জ্যাভেলিন থ্রোয়ে সোনা জয় করেছেন সুমিত আনটিল। তিনিও খেলরত্নের জন্য মনোনীত হয়েছেন।

এর পাশাপাশি দেশের আরও ৩৫জন ভারতীয় অ্যাথলিটের নাম অর্জুন পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

যে ১১জন অ্যাথলিটের নাম খেলরত্নের জন্য মনোনীত করা হয়েছে, আসুন একনজরে তাঁদের নাম দেখে নেওয়া যাক:

নীরজ চোপড়া (অ্যাথলেটিকস)
রবি দাহিয়া (কুস্তি)
পিআর শ্রীজেশ (হকি)
লভলিনা বরগোহাঁই (বক্সিং)
সুনীল ছেত্রী (ফুটবল)
মিতালি রাজ (ক্রিকেট)
প্রমোদ ভগৎ (ব্যাডমিন্টন)
সুমিত আনটিল (জ্যাভেলিন)
অবনি লেখারা (শুটিং)
কৃষ্ণা নগর (ব্যাডমিন্টন)
এম নারওয়াল (শুটিং)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*