একুশের মঞ্চে মাস্টার স্ট্রোক মমতার, ঘোষণা নয়া ”খেলা হবে” কর্মসূচির

Spread the love

আগেই অনুমান করা গিয়েছিল। যেমনটি মনে করা হয়েছিল, এদিন তেমনই বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একুশের মঞ্চ থেকেই চব্বিশে দিল্লিতে পরিবর্তনের ডাক আরও জোরালো করলেন তৃণমূল নেত্রী। INDIA জোট গঠনের জন্য ধন্যবাদ জানালেন জোট শরিক ২৬টি দলকে। পাশাপাশি, তাঁর স্পষ্ট কথা, তৃণমূল কংগ্রেস ”চেয়ারকে কেয়ার করে না”। মোদিকে হঠানোই একমাত্র লক্ষ্য।

এদিন একুশের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায় একদিকে যেমন চব্বিশে দিল্লিতে পরিবর্তনের লক্ষ্যে সুর চড়ান ইন্ডিয়ার হয়ে, ঠিক তেমনই বাংলার বঞ্চনা নিয়ে সুর সপ্তমে তোলেন। রাজনৈতিক ভাবে তৃণমূলের সঙ্গে পেরে না উঠেই কেন্দ্রের মোদি সরকার বাংলার মানুষকে ভাতে মারার চেষ্টা করছে বলেও অভিযোগ। বিজেপিকে চব্বিশের লোকসভা ভোটে ছুঁড়ে ফেলার প্রসঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন নয়া ”খেলা হবে” কর্মসূচির। একশো দিনের কাজের বকেয়ার প্রসঙ্গ টেনেই এই নয়া ”খেলা হবে” কর্মসূচির ঘোষণা করেন।

একুশের মঞ্চ থেকে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”পর পর পাঁচবার দেশের মধ্যে প্রথম হওয়ায় ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র। গরিব খেটে খাওয়া মানুষদের ৭০০০ কোটি টাকা দেওয়া হয়নি। ওদিকে কোটি টাকা দিয়ে গিফট কিনে দেওয়া হচ্ছে। আমরা আমাদের কাজ দিয়ে জব কার্ড হোল্ডারদের ২৬ দিনের কাজ করিয়েছি। একটি নতুন কর্মসূচির ঘোষণা করছি। বাংলা নিজেই ৪০-৫০ দিনের কাজ করাবে। বাংলার সরকারের টাকাতেই হবে ১০০ দিনের কাজ। প্রোগ্রামের নাম ‘খেলা হবে’। গরিব মানুষরা যাতে কাজ পায়, কর্মসংস্থান পায়। সেটাই লক্ষ্য, মূল উদ্দেশ্য। কাজ করতে করতেই মানুষ পরবর্তী সরকার বেছে নেবে চব্বিশে।” তাঁর এই ঘোষণা মাস্টার স্ট্রোক বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*