ফের কলকাতার রাস্তায় বড়সড় পথ দুর্ঘটনা। শনিবার খিদিরপুরের বাবুবাজারের কাটা পুকুর রোডে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। প্রাইভেট গাড়ির উপর উল্টে যায় মাল বোঝাই লরি। লরির তলায় চাপা পড়ে যায় গাড়িটি। গাড়ির ভিতরে বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। গ্যাস কাটার দিয়ে গাড়িটি কেটে আটকে থাকা মানুষদের উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে খিদিরপুরের ঘটনায় কলকাতা পুরসভার মেয়র পারিষদ তথা ৭৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাম প্যারে রামের ছেলে মারা গিয়েছেন।
সূত্রের খবর, ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী। তবে যেভাবে লরিটি প্রাইভেট গাড়ির উপর উল্টেছে তাতে গাড়ির মধ্যে থাকা যাত্রীদের বেঁচে থাকার সুযোগ কম বলেই মনে করা হচ্ছে। এদিকে শনিবার বিকালে উত্তর কলকাতায় ব্যাপক বৃষ্টি হয়। যার জেরে শহরের নানা ব্যস্ত রাস্তায় রাত পর্যন্ত জল জমে থাকতে দেখা যায়। ব্যাপক যানজটেরও সৃষ্টি হয়। যে রাস্তায় এই দুর্ঘটনাটি ঘটেছে সেটি বন্দর এলাকার মধ্যে পড়ে বলে জানা যাচ্ছে। সেখানেও এদিন বিকালে ব্যাপক বৃষ্টি হয়েছে। একাধিক প্রান্তে জল জমে থাকতেও দেখা যায়। ভেজা রাস্তাতে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি উল্টেছে কিনা সে প্রশ্নও উঠছে। একইসঙ্গে লরিটির ওভারলোডিংয়ের তত্ত্বও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এদিকে দুর্ঘটনা ঘটার পরেই ঘটনাস্থলে পৌঁছয় কর্তব্যরত ট্রাফিক পুলিশের একটি টিম। খবর দেওয়া হয় অ্যাম্বুলেন্স ও দমকলেও।
যদিও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, রাস্তা খারাপ থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। প্রাইভেট গাড়িটিকে ওভারটেক করতে গিয়েই উল্টে যায় লরিটি। লরিতে প্রচুর সারের বস্তা বোঝাই করা ছিল বলেও জানা যায়। সেগুলি প্রথমে প্রাইভেট গাড়িটির উপর পড়ে। এলাকাবাসীদের আরও দাবি বৃষ্টির কারণে রাস্তা খারাপ থাকার জন্যই লরির চাকা ঢুকে যায় বড় গর্তে। সে কারণেই উল্টে যায় ঘাতক লরিটি। এদিকে এই দুর্ঘটনার জেরে ব্য়াপক উত্তেজনা তৈরি হয় গোটা এলাকায়। প্রচুর মানুষের ভিড়ও দেখা যায়। সেকারণে প্রাথমিকভাবে গাড়িতে থাকা যাত্রীদের উদ্ধার করতে খানিক বেগ পেতে হয় উদ্ধারকারী দলকে। যে জায়গায় দুর্ঘটনা ঘটে সেখানে আলো না থাকায় আর্টিফিসিয়াল লাইটেরও ব্যবস্থা করা হয়।
Be the first to comment