২৮ জানুয়ারি থেকে ৫ দিন বন্ধ থাকবে খিদিরপুর ফ্লাইওভার

Spread the love

স্বাস্থ্য পরীক্ষা হবে খিদিরপুর ফ্লাইওভারের। এই কারণে চলতি সপ্তাহে পাঁচদিন বন্ধ থাকবে খিদিরপুর ফ্লাইওভার, এমনটাই জানানো হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে। ফলে এই দিনগুলিতে অন্যপথে গন্তব্যে পৌঁছতে হবে ফ্লাইওভার ব্যবহারকারীদের। যার দরুন সামান্য ভোগান্তি পোহাতে হতে পারে নিত্যযাত্রীদের।

কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, ২৮ তারিখ রাত ১০ টা থেকে ১ ফেব্রুয়ারি ভোর ৫টা পর্যন্ত খিদিরপুর ফ্লাইওভার বন্ধ থাকবে। এর দরুন বিকল্প কোন পথ দিয়ে গাড়ি যাবে সেই রোড ম্যাপও কলকাতা পুলিশের তরফে দেওয়া হয়েছে। যে পাঁচদিন খিদিরপুর উড়ালপুল বন্ধ থাকবে সেই দিনগুলিতে গাড়িগুলিকে খিদিরপুর ওল্ড স্টিল ব্রিজ-CGR রোড-খিদিরপুর ক্রসিং দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। উল্লেখ্য, মাঝেরহাট ব্রিজের দুর্ঘটনার পর শহরের উড়ালপুল এবং সেতুগুলির স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। উড়ালপুলগুলির ভারবহন ক্ষমতা এই মুহূর্তে কেমন রয়েছে, তাদের স্বাস্থ্যের অবস্থা কেমন, যাবতীয় বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে পার্ক স্ট্রিট উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। এছাড়াও লকগেট উড়ালপুল, গড়িয়াহাট উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে সচেষ্ট রাজ্য।

২৮ তারিখ রাত ১০ টা থেকে খিদিরপুর ফ্লাইওয়ার বন্ধ করা হচ্ছে। এদিকে করোনা পরিস্থিতির জেরে রাজ্যে রাত্রিকালিন বিধিনিষেধ জারি রয়েছে। ফলে ২৮ তারিখ সেভাবে সমস্যার মুখে পড়বেন না নিত্যযাত্রীরা। সাধারণ মানুষের যাতে কোনও সমস্যা না হয় সেজন্য পরিকল্পনামাফিক বিকল্প রুটের ব্যবস্থা করা হয়েছে বলে জানানো হচ্ছে কলকাতা পুলিশের পক্ষ থেকে। প্রসঙ্গত, এর আগে পার্ক স্ট্রিট ফ্লাইওভারের স্বাস্থ্য পরীক্ষার জন্য তা ৪ দিন বন্ধ রাখা হয়েছিল। ৩ ডিসেম্বর শুক্রবার রাত ১০টা থেকে ৬ ডিসেম্বর সোমবার সকাল ছটা পর্যন্ত বন্ধ ছিল পার্কস্ট্রিট উড়ালপুল।

উল্লেখ্য, খুব শীঘ্রই শহরবাসীকে বিশেষ উপহার দিতে চলেছে রাজ্য সরকার, জানা গিয়েছে এমনটাই। বাংলা নববর্ষে নবনির্মিত টালা ব্রিজ চালু করা হতে পারে বলে জানা যাচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে এই সেতু তৈরির কাজ। টালা ব্রিজের বেহাল স্বাস্থ্যের হাল ফেরানোর জন্যে ২০২০ সালের ১ ফেব্রুয়ারি এই সেতুর উপর দিয়ে যানচলাচল বন্ধ করে দেওয়া হয়। নবনির্মিত টালা ব্রিজ ৮০০ মিটার লম্বা এবং ১৯ মিটার চওড়া। এই সেতু তৈরি করতে খরচ হয়েছে ৪৬৫ কোটি টাকা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*