‘আদালতের অনুমতিতে শর্তসাপেক্ষে মুর্শিদাবাদে ত্রাণ নিয়ে যেতে পারবে ‘খোলা হাওয়া’

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- মুর্শিদাবাদে ত্রাণ নিয়ে যেতে পারবে ‘খোলা হাওয়া’ নামে একটি সংগঠন, বৃহস্পতিবার এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ এই সংগঠনকে অনুমতি দিয়ে বলেন, ‘ত্রাণ নিয়ে তিন জনের টিম যাবে উপদ্রুত এলাকাগুলিতে। গোটা বিষয়টি আগেই জেলাশাসককে জানাতে হবে। কোনও ঘৃণ্য বক্তব্য রাখা যাবে না ত্রাণ দেওয়ার সময়।’
বৃহস্পতিবার শুনানির শুরুতে রাজ্যের আইনজীবীকে অমৃতা সিনহা প্রশ্ন করেন, ‘সরকারের বাইরে উপদ্রুত এলাকায় কেউ যদি অতিরিক্ত ত্রাণ দিতে চায় আপনাদের আপত্তি কোথায়? আইন শৃঙ্খলা নিয়ে ভাবছেন? সেখানে তো কেন্দ্রীয় বাহিনী আছে। জবাবে সরকারি আইনজীবী বলেন, সংগঠনের নাম শুধু খোলা হাওয়া হলেও অনেক কিছু নিয়ে প্রশ্ন আছে। সংগঠনের প্রেসিডেন্ট তারকেশ্বরে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন। রাজ্য আহতদের প্রতি সহানুভূতিশীল। এই মুহূর্তে কোনও নতুন সাহায্যের দরকার নেই। তারপরেও যদি দিতে চায় তাহলে জেলাশাসককে দিক।’ এরপরই রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই বক্তব্য খারিজ করে দেন। একথা শুনে বিচারপতি সংগঠনকে নির্দেশ দেন, বেশকিছু শর্ত মেনে মুর্শিদাবাদে তাঁরা ত্রাণ পৌঁছতে পারবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*