সুপর্না দোলুইঃ
স্মৃ্তি হয়ে গেছে শৈশবটা আজ
হারিয়েছে সে সময়
খুঁজতে গেলে তা শুধু চোখে ভাসে,
আজ কেন এতো বিস্ময়?
জীবনটা কেনো এতো দ্রুত বেগে ছোটে
ফেরে না কেন সে ফেলে আসা তটে?
অনেক কিছুই তো মন ফিরে পেতে চায়
সুযোগ পেলেই ভুল শুধরায়,
ক্লান্ত যে আজ পথিক জীবন
হারিয়েছে প্রান,হারিয়েছে মন,
কেউ যদি তাকে একটু থামায়
ভেবে নিই তবে হারানো সময়
হারিয়ে যাওয়া মানুষ গুলোকেও
একবার বেশ ফিরে পাওয়া যায়।
পথ নেই আর ক্লান্ত সবাই
সময়ের তো কোনো ক্লান্তি নাই।
শৈশব থেকে বার্ধক্যে নিয়ে এলে শেষে
এখনো কি কিছু বাকি আছে নিতে?
দেওয়ার মতো যে নেই কিছু সাথে।
আজ নেই কিছু হারানোর ভয়
যা ছিলো সবই আজ তোমার হয়েছে
আমি আর বলো কি দেবো তোমায়?
Be the first to comment