বহুপ্রতিক্ষিত ট্রাম্প – কিম বৈঠক বাতিল করল মার্কিন যুক্তরাষ্ট্র

Spread the love

বিশেষ প্রতিনিধি,

বৈঠক বাতিল ৷ মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে একটি চিঠি গিয়েছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের কাছে ৷ সেখানেই বৈঠক বাতিল করার কথা জানানো হয়েছে ৷ আগামী ১২ জুন সিঙ্গাপুরে ট্রাম্প ও কিমের মধ্যে বৈঠক হওয়ার কথা ছিল। চিঠিটিতে আরও বলা হয়েছে, উত্তর কোরিয়া নিজেদের পারমাণবিক সক্ষমতার কথা উল্লেখ করেছে৷ কিন্তু আমেরিকার কাছে এর চেয়েও শক্তিশালী অস্ত্রের সম্ভার রয়েছে ৷ এই প্রতিযোগিতার পরিবেশে বৈঠক হওয়া সম্ভব নয় বলে জানানো হয়েছে ৷

ট্রাম্প জানিয়েছেন, উত্তর কোরিয়া সম্প্রতি এক বিবৃতিতে শত্রুতামূলক মনোভাব প্রকাশ করেছে। তার পরে এই বৈঠক অপ্রাসঙ্গিক৷ কিমের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুত ছিলেন তিনি৷ কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা সম্ভব নয়৷ পূর্ব নির্ধারিত বৈঠকটির জন্য এখন যথাযথ সময় নয় বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*