উত্তর কোরিয়ার কিম জং উনকে তাঁর সরাসরি ফোন নম্বর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, “আমি এখন তাঁকে ফোন করতে পারি। এখন তাঁকে বলতে পারি, আমাদের মধ্যে সমস্যা হচ্ছে। তাঁকে অত্যন্ত ব্যক্তিগত নম্বর দিয়েছি। কোনও সমস্যা হলেই দুজনে কথা বলব।” উত্তর কোরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে কিনা জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট জবাব, তার খুবই কাছাকাছি তিনি রয়েছেন।
এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, যখনই নিশ্চিত হবেন যে আর কোনও পারমানবিক অস্ত্র নেই, তখনই নিষেধাজ্ঞা উঠবে। কিম তা করতে চান, দেশের জন্য। এই সপ্তাহের গোড়ায় সিঙ্গাপুরে ট্রিম্প-কিম ঐতিহাসিক বৈঠকে পারমাণবিক নিরস্ত্রীকরণে সহমত হয়েছিল উত্তর কোরিয়া। ট্রাম্পও কিমকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানাতে পারেন বলে জানিয়েছিলেন। ট্রাম্প বলেন, কিম দেশের প্রধান। কেউ যেন অন্যরকম কিছু না ভাবেন। তিনি বলেন আর লোকে সোজা হয়ে বসে শোনে। আমি চাই আমরা দেশের লোকেরা তাই করুক। তাঁদের বৈঠকে চিনও যে খুশি হয়েছে, তাও জানাতে ভোলেননি ট্রাম্প।
Be the first to comment