পরিচালক অনিন্দ্যবিকাশ দত্তের ‘নীলাচলে কিরীটী’ সিনেমাতে দু’টি ভিন্ন চরিত্রে দেখা যাবে ঋতুপর্ণা ও অভিষেককে। নীহাররঞ্জন গুপ্তর তৈরী গোয়েন্দা কিরীটি রায় অন্য বাঙালি গোয়েন্দাদের মতো নন। ইনি একটু সাহেবি ধাঁচের। নীহাররঞ্জনের বর্ণনা অনুযায়ী কিরীটি রায় প্রায় সাড়ে ছ’ফুট লম্বা, মেদহীন শরীর, গৌরবর্ণের অধিকারী, ব্যাক ব্রাশ করা চুল, চোখে কালো ফ্রেমের চশমা, মাথায় হ্যাট এবং গায়ে ওভারকোট। নীহাররঞ্জন গুপ্ত ইচ্ছে করেই একটু সাহেবি ধাঁচের করে তৈরি করেছিলেন তার বাঙালি গোয়েন্দাকে। আর তাকে পর্দায় ফুটিয়ে তুলতে আগের বারের মতোই ইন্দ্রনীল সেনগুপ্তকে বেছে নিয়েছেন পরিচালক। পরিচালক জানালেন, ‘আগের ছবি কালো ভ্রমরে কিরীটির বিয়ে পর্যন্ত দেখিয়েছিলাম। এবার সে পুরীতে গিয়েছে হনিমুনে। সেখানে গিয়ে এক পুরনো দাদা কালী সরকারের সঙ্গে দেখা হয়। কালী নিখোঁজ হয়ে যান। তার পরই রহস্যের শুরু। এই কালীর চরিত্রে অভিনয় করছেন অভিষেক। আর এক হোটেল মালিকের চরিত্র করেছেন ঋতুপর্ণা।’ নীহাররঞ্জনের ‘বসন্ত রজনী’ গল্পের ওপর তৈরি হয়েছে চিত্রনাট্য। পুরীতে হয়েছে বেশিরভাগ শুটিং। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন শান্তিলাল মুখোপাধ্যায়। সব কিছু ঠিক থাকলে ছবিটি মুক্তি পাবে আগামী ১১ জানুয়ারি।
তথ্য সুত্র থেকে প্রাপ্ত
Be the first to comment