কিষান ক্রান্তি পদযাত্রা বার করেছিলেন কয়েক হাজার কৃষক, চাষিদের দিল্লিতে ঢুকতেই দিলো না পুলিশ

Spread the love
ঋণ মকুব, কম দামে বিদ্যুৎ ও জ্বালানি তেল এবং স্বামীনাথন কমিশনের সুপারিশ কার্যকর করা।  এই তিন দাবি নিয়ে কিষান ক্রান্তি পদযাত্রা বার করেছিলেন কয়েক হাজার কৃষক। উত্তরপ্রদেশ থেকে যাত্রা শুরু করে মঙ্গলবার দিল্লিতে মিছিল শেষ করার কর্মসূচি ছিল তাঁদের।  কিন্তু চাষিদের দিল্লিতে ঢুকতেই দিল না পুলিশ। উত্তরপ্রদেশের সীমান্তে জল কামান ও টিয়ার গ্যাস দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হল মিছিলকে।  এই নিয়ে সমালোচনা শুরু হয়েছে নানা মহলে।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, কৃষকদের দিল্লিতে ঢুকতে না দেওয়া ভুল হয়েছে। ভারতীয় কিষান ইউনিয়ন নামে যে সংগঠনটি কৃষকদের মিছিলে সংগঠিত করেছিল, তার নেতা নরেশ টিকায়েত বলেছেন, আমরা তো শৃঙ্খলা ভাঙিনি। আমাদের থামিয়ে দেওয়া হল কেন? আমরা সরকারের কাছে দাবিদাওয়ার কথা জানাতে চেয়েছিলাম।  নিজেদের দেশের সরকার যদি আমাদের কথা না শোনে, তা হলে কি পাকিস্তান অথবা বাংলাদেশে যাব?
উত্তরপ্রদেশ থেকে যে হাইওয়ে দিয়ে দিল্লি পৌঁছানো যায়, তা এদিন কৃষক মিছিলে অবরুদ্ধ হয়ে পড়ে। উত্তরপ্রদেশের বস্তি, গোন্ড, গোরখপুর থেকে অনেকে মিছিলে এসেছিলেন । তাঁদের সঙ্গে পূর্ব উত্তরপ্রদেশের আখ চাষিরাও ছিলেন ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*