ছবি- (এএনআই)
কৃষিঋণ মুকুব সহ অনান্য অনেক প্রতিশ্রুতিই পূরণ করেনি সরকার। আর ন্যায্য অধিকারের দাবিতে দ্বিতীয়বারের জন্য নাসিক থেকে মুম্বইয়ে লং মার্চ শুরু করলেন প্রায় কয়েক হাজার কৃষক। জানা গিয়েছে, নাসিক থেকে মুম্বই প্রায় ১৮০ কিলোমিটার পথ হাঁটবেন তাঁরা।
উল্লেখ্য, এর আগে মার্চ মাসে কিষাণ সভা একই দাবিতে মিছিল করে। ৩০ হাজার কৃষক অংশগ্রহণ করেছিলেন মিছিলে। রাজ্য সরকার যাবতীয় দাবি পূরণ করার আশ্বাস দিয়েছিল কিন্ত এক বছর পরেও কিছুই হয়নি। কিষাণ সভার দাবি তাঁদের ঠকানো হয়েছে ও তার প্রতিবাদেই এই লং মার্চে নেমেছেন মহারাষ্ট্রের কৃষিজীবিরা ।
Be the first to comment