আইপিএলে এবারের সিজনে কেকেআর-এর হয়ে যে চার জন গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন

Spread the love

আন্দ্রে রাসেল – গত কয়েক সিজন ধরেই কেকেআর এর হয়ে রাসেল আইপিএলে দুর্দান্ত পারফর্ম করেছেন। আগের সিজনে সাসপেন্ড থাকার জন্য তিনি খেলতে পারেননি। তাঁর চোট ছিলো কিন্তু এখন তা সম্পূর্ণ সেরে গেছে। কেকেআর হয়ে খেলার জন্য তিনি কলকাতায় এসেছেন। আইপিএলে ভালো পারফরম্যান্স করার জন্য মুখিয়ে আছেন। ২৯ বছর বয়সী এই অলরাউন্ডার একবার আইপিএলে সবচেয়ে ভ্যালুয়েবল ক্রিকেটারের সম্মান পেয়েছেন।

মিচেল জনশন – অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার মিচেল স্টার্ক চোট পেয়ে এবারের আইপিএল থেকে ছিটকে গিয়েছেন। ৯.৪ কোটি টাকা দিয়ে এবারের নিলামে স্টার্ককে কিনেছিল কেকেআর। কিন্তু তাঁর চোট নাইট শিবিরকে জোর ধাক্কা দিয়েছে। কেকেআর এবারের নিলামে নিয়েছে আর এক বর্ষীয়ান অভিজ্ঞ বোলার মিচেল জনশনকে। সেক্ষেত্রে কেকেআর এর বোলিং বিভাগের নেতৃত্বে থাকবেন জনশন। এছাড়াও দলে মেন্টর হিসাবে দুই তরুণ বোলার শিভম মাফি এবং কমলেশ নাগারকোটিকে প্রশিক্ষণ দেবেন।

ক্রিস লিন – টি-২০ ক্রিকেটে ভীষণ বিপজ্জনক ব্যাটসম্যান হিসাবে পরিচিত ক্রিস লিন। গত আইপিএলে তাঁর বিস্ফোরক ব্যাটিং কেকেআর-কে বেশ কিছু ম্যাচ জিতিয়েছিলো। এবারের আইপিএলে ৮ তারিখে ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে ওপেন করতে নামবেন বলে আশা করা হচ্ছে। তাঁর সাথে ওপেন করতে নামবেন সম্ভবত রবিন উত্থাপা অথবা সুনীল নারাইন। তবে শুরুরেই ঝড় তোলা এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের ওপর কেকেআর এর ম্যানেজমেন্ট ভরসা করছে।

কুলদীপ সিং – এবারের আইপিএলে নাইটদের গুরুত্বপূর্ণ ক্রিকেটার হিসাবে ২৩ বছর বয়সী চ্যায়নাম্যান বোলার কুলদীপ সিং উল্লেখযোগ্য। গত কয়েক সিজন ধরেই কুলদীপ নাইটের হয়ে খেলছেন। তবের এবারের আইপিএলে কেকেআর ম্যানেজমেন্ট তাঁর উপর ভরসা করে আছেন। এই মুহূর্তে ভারতের হয়ে দারুণ পারফরম্যান্স করা ক্রিকেটারদের তালিকায় কুলদীপও আছেন। নাইটের স্পিনিং বিভাগের গুরু দায়িত্ব এবার তাঁকেই নিতে হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*