রাজ –
অবশেষে চেন্নাইয়ে হারের বদলা নিল কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে চেন্নাই সুপার কিংসের সাথে প্রথম ম্যাচে বিনয় কুমারের শেষ ওভারে ম্যাচটি জিতে নেয় চেন্নাই। সেই হারের মধুর শোধ নিলো বৃহস্পতিবার ইডেনে। জয়ের নায়ক অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ান ভারতীয় দলের সেরা ব্যাটসম্যান শুভমান গিল। গিলকে যোগ্য সাহায্য করেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক দিনেশ কার্তিক।এই ম্যাচ জিতে কলকাতা ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় তিন নম্বরে চলে এসেছে।
বৃহস্পতিবার ইডেনে আইপিএলের ৩১তম ম্যাচে কেকেআর এর অধিনায়ক দিনেশ কার্তিক টসে জিতে চেন্নাইকে ব্যাট করতে আহ্বান জানায়। এদিন কলকাতা নাইট রাইডার্সের নিতিশ রানা খেলেননি তাঁর জায়গায় দলে এসেছেন রিংকু সিং। বাকি দল অপরিবর্তিত রেখেছে। এদিনও ধোনি ধামাকা দেখেছে কলকাতার দর্শক। প্রথম ব্যাট করে চেন্নাই নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৮ রান সংগ্রহ করে। শেন ওয়াটসন(৩৬), ফাফ ডু প্লেসিস (২৭), সুরেশ রায়না (৩১), আম্বাতি রায়ডু (২১) প্রত্যেকেই রান করেছেন তাঁদের স্বভাবসিদ্ধ ভঙ্গীতে। তবে সকলকে ছাপিয়ে গেলেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তিনি ২৫ বলে ১টি চার এবং ৪টি ছক্কার সাহায্যে ৪৩ রান করে নট আউট থাকেন। কলকাতার হয়ে ভালো বল করেছেন সুনীল নারাইন। তিনি ৪ ওভার বল করে ২১ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। এছাড়াও চাওলা ২টি উইকেট নিয়েছেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই কেকেআর ঝড় তুলতে শুরু করে। কিন্তু ক্রিস লিন (১২) ২টো ছক্কার মারার পর আউট হয়ে যান। আউট হয়ে যান রবিন উত্থাপাও (৬)। সুনীল নারাইন যথারীতি আক্রমণ করছিলেন চেন্নাইয়ের বোলারদের। নারাইন ২০ বলে ৩০ রান করে আউট হয়ে যান। এদিন শুভমান গিলকে ৪ নম্বরে ব্যাট করতে পাঠায় কেকেআর। ৯৭ রানে কেকেআর এর ৪ উইকেট পড়ে যায়। সেখান থেকে দলকে টেনে তোলেন অধিনায়ক দিনেশ কার্তিক ও শুভমান গিল। দুজনের অবিচ্ছেদ্য জুটি ১৭.৪ ওভারে ১৮০ রান করে কেকেআরকে তাদের পঞ্চম জয় এনে দেয়। শুভমান গিল ৩৬ বলে ৫৭ রান (৬টি চার এবং ২টি ছক্কা) করে এবং দিনেশ কার্তিক ১৮ বলে ৪৫ রান (৭টি চার এবং ১টি ছক্কা) করে নট আউট থেকে যান। বেস্ট স্টাইলিস প্লেয়ার অফ দ্য ম্যাচ পান শুভমান গিল। আর অনবদ্য ব্যাটং ও বোলিং করার জন্য ম্যান অব দ্য ম্যাচ পান সুনীল নারাইন।
ছবি – কেকেআর এর ট্যুইটার থেকে
Be the first to comment