রাজ –
আজ জয়পুরে মানসিংহ স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের সাথে খেলা ছিলো রাজস্থান রয়্যালসের। রাজস্থানের ঘরের মাঠে আজ কেকেআর তাদেরকে ৭ উইকেটে হারালো। এদিন টসে জেতে কলকাতা। রাজস্থানকে ব্যাট করতে পাঠায়। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬০ রান তোলে রাজস্থান। অধিনায়ক আজিঙ্ক রাহানে ৩৬, ডি আর্চি শর্ট ৪৪, এবং বাটলার ২৪ রান করেন। রেকর্ড মূল্যে কেনা ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস মাত্র ১৪ রান করেন। কেকেআর হয়ে স্পিনাররা ভালো বল করেন। সফল বোলার হলেন নিতিশ রানা। তার শিকার রাজস্থান রয়্যালস দলের দুই ওপেনার।
জবাবে কলকাতা নাইট রাইডার্স ১৮.৫ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান অতিক্রম করে ফেলে। রাজস্থান রয়্যালসের কোনো বোলারই সেভাবে প্রভাব বিস্তার করতে পারেনি। শুরুতে ক্রিস লিন(০) আউট হয়ে গেলেও সুনীল নারাইন (২৫ বলে ৩৫ রান), রবিন উত্থাপা (৩৬ বলে ৪৮ রান), নিতিশা রানা ( ২৭ বলে ৩৫ রানে অপরাজিত), অধিনায়ক দিনেশ কার্তিক (২৩ বলে ৪২ রানে অপরাজিত), প্রত্যেকের মিলিত রানে সহজ জয় পেয়ে যায় কেকেআর। আইপিএলের এখন গ্রুপ শীর্ষে আছে কেকেআর। ৫ ম্যাচে ৩ টি জয় নিয়ে ৬ পয়েন্ট। ব্যাটে-বলে উল্লেখযোগ্য পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য ম্যাচ হন নিতিশ রানা। উল্লেখ্য, আগের ম্যাচেও দিল্লীর বিরুদ্ধে কেকেআর এর জয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন নিতিশ রানা।
Be the first to comment