ইডেনে আজ প্লে অফের এলিমিনেটর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স ২৫ রানে হারালো রাজস্থান রয়্যালসকে। এদিন রাজস্থান টসে জিতে ব্যাট করতে পাঠায় কলকাতাকে। শুরুতেই কলকাতা হারায় দলের প্রথম সারির ব্যাটসম্যানদের। এরপর অধিনায়ক দিনেশ কার্তিক অনূর্দ্ধ ১৯ ক্রিকেটার শুভমান গিলকে সাথে নিয়ে দলকে টানতে থাকেন। গিল(২৮) রান করে আউট হয়ে যান। তারপর রাসেলকে সাথে নিয়ে কলকাতার রানকে বাড়াতে থাকেন। কার্তিক ৫২ রান (৩৮ বলে ৪টি চার এবং ২টি ছক্কা) করেন। আন্দ্রে রাসেল ২৫ বলে ৩টি চার এবং ৫টি ছক্কার সাহায্যে ৪৯ রান করে নট আউট থাকেন। নির্ধারিত ২০ ওভারে কেকেআর ৭ উইকেটে ১৬৯ রান সংগ্রহ করে। রাজস্থানের হয়ে কৃষ্ণাপ্পা গৌথম, জোফ্রা আর্চার এবং বেন লাওলিন প্রত্যেকেই ২টি করে উইকেট দখল করেন।
জবাবে রাজস্থান ব্যাট করতে নেমে ভালো শুরু করে। দুই ওপেনার রাহুল ত্রিপাঠী (২০) ও অধিনায়ক রাহানে (৪৬) প্রথম ৫.১ ওভারে ৪৭ রান করেন। এরপর সঞ্জু সামসন (৩৮ বলে ৫০) কে সাথে নিয়ে দলের রানকে টেনে নিয়ে যান ১২৬ রান পর্যন্ত। কিন্তু নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৪৪ রান করতে সক্ষম হয়। পিযুস চাওলা ২ উইকেট নেন। ম্যাচের সেরা নির্বাচিত হন অ্যান্দ্রে রাসেল। কলকাতা নাইট রাইডার্স আগামী শুক্রবার কোয়ালিফায়ার ম্যাচে সানরাইজ হায়দ্রাবাদের মুখোমুখি হবে।
Be the first to comment