আজ আইপিএলের দ্বিতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্স ৫ উইকেটে হারিয়ে দিলো সানরাইজ হায়দ্রাবাদকে। এদিন হায়দ্রাবাদের ঘরের মাঠেই হায়দ্রাবাদকে হারিয়ে কলকাতার ইডেন গার্ডেনে হারের মধুর প্রতিশোধ নিলো এবং তাঁর সাথে প্লে অফে খেলার সুযোগ পেয়ে গেলো। এই ম্যাচ জিতে কেকেআর ১৪টি ম্যাচ খেলে ৮টি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে জায়গা করে নিলো। এদিন শুরু থেকেই বেশ আত্মবিশ্বাসী ছিলো কলকাতা। এবারের আইপিএলে সবচেয়ে শক্তিশালী দল হলো এই হায়দ্রাবাদ, যারা প্রথম থেকেই পয়েন্ট টেবিলের শীর্ষে আছে। তাদের হারিয়ে প্লে অফে যাওয়া যথেষ্ট প্রশংসার দাবি রাখে কলকাতা। এইদিন হায়দ্রাবাদ টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয়। শুরু থেকেই দারুণ ভাবে রান তুলতে থাকে হায়দ্রাবাদ। কিন্তু পরে রান চেপে যায়। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৭২ রান করে হায়দ্রাবাদ। শিখর ধাওয়ান (৫০), শ্রীবৎস গোস্বামী (৩৫), উইলিয়ামসন (৩৬) ভালো রান করেন। কেকেআরের উদিয়মান পেসার পি কৃষ্ণা ৪ উইকেট নেন।
জবাবে কলকাতা ব্যাট করতে নেমে দুর্দান্ত ভাবে শুরু করে দুই ওপেনার লিন ও নারাইন। নারাইন ১০ বলে ২৯ রানে আউট হয়ে যাওয়ার আগে প্রয়োজনীয় কাজটা করে যান। এরপর বাকি কাজটা করেন ক্রিস লিন (৫৫)। উত্থাপা আজ ভালো রান করেন (৪৫)। কার্তিক ২৬ রান করে নট আউট থেকে যান। জয়ের নায়ক অবশ্যই ক্রিস লিনকে করা হয়েছে। ১৯.৪ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা।
ফাইল ছবি
Be the first to comment