মৈনাক সাহু,
জয়ের কাছে পৌঁছেও জয়ের মুখ দেখা হল না তাঁর দলের। যখন মনে করা হচ্ছিল জয় নিশ্চিত তখনই খেলার মুখ একা হাতে ঘুরিয়ে দিলেন আন্দ্রে রাসেল। ভাগ্যটা এতটাই খারাপ বিরাট কোহলির। পাঁচ উইকেটে ম্যাচ জিতে নিল কলকাতা। ব্যাঙ্গালোর এর পাঁচ ম্যাচে পাঁচটি হার আর কলকাতা চার ম্যাচে তিনটি জয় তুলে নিলো। এদিন প্রথমে ব্যাট করে ২০৫ রান তোলে বেঙ্গালুরু। বিরাট কোহলি ৮৪ ও এ বি ডেভিলিয়ার্স এর ৬৩ রানের সুবাদে কলকাতার সামনে বড় রানের টার্গেট রাখে রয়্যাল চ্যালেঞ্জার্স।
জবাবে ব্যাট করতে নামা কলকাতার শুরুটা মোটেও ভাল হয়নি। ক্রিস লিন ৪৩, সুনীল নারিন ১০, রবিন উথাপ্পা ৩৩, নীতিশ রানা ৩৭, দীনেশ কার্তিক ১৯ রান করে আউট হয়ে যান। হার প্রায় নিশ্চিত এমন অবস্থা থেকে কলকাতাকে জয়ের মুখ দেখালেন সেই আন্দ্রে রাসেল। ১৩ বলে ৪৮ রান করে অপরাজিত থাকেন তিনি।
উল্লেখ্য, এদিন ১০ ওভার শেষে বেঙ্গালোরের রান ছিলো ৭৮-১। ৩৫ বলে হাফসেঞ্চুরি করেন বিরাট কোহলি। সঙ্গে রয়েছেন এবি ডিভিলিয়ার্স। ১৫ ওভারের শেষে বেঙ্গালুরু ১৪২-১। বিরাট কোহলির পর হাফ-সেঞ্চুরি করেন এবি ডিভিলিয়ার্স। ২০ ওভারে বেঙ্গালুরু ২০৫-৩ এ। জিততে হলে কলকাতাকে করতে হবে ২০৬ রান।
জবাবে ব্যাট করতে নেমে ১০ ওভারে কলকাতার রান ৯৪-২। ১৫ ওভার শেষে কলকাতা করে ১৩৪-৩। শেষ খেলা দেখালেন আন্দ্রে রাসেল, হারা ম্যাচ জিতিয়ে আনা হয়তো একেই বলে। ১৩ বলে সাতটি ওভার বাউন্ডারি মেরে পাঁচ বল বাকি থাকতেই ম্যাচ জিতিয়ে দেন মাসেল রাসেল।
Be the first to comment