রবিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে IPL অভিযান শুরু করছে কলকাতা নাইট রাইডার্স। অধিনায়ক ইওয়িন মর্গানের কাছে প্রথম ম্যাচই অগ্নিপরীক্ষা। কারণ তাঁকে ঘিরে এ বছর প্রত্যাশাটা অনেক বেশি নাইট রাইডার্স কর্তৃপক্ষের।
গতবছর আইপিএলের মাঝপথে দীনেশ কার্তিককে সরিয়ে মর্গানের হাতে অধিনায়কের দায়িত্ব তুলে দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। মাঝপথে দলের হাল ধরে কিছুটা ভদ্রস্থ জায়গায় দলকে পৌঁছে দিয়েছিলেন ইংল্যান্ডের সীমিত ওভারের ক্রিকেটের এই অধিনায়ক। দলকে প্লে অফের লড়াইয়ে সামিল করেছিলেন। শেষরক্ষা হয়নি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে একই পয়েন্টে শেষ করলেও রান রেটে পিছিয়ে পড়তে হয়েছিল নাইট রাইডার্সকে। এ বছর শুরু থেকেই দায়িত্ব তাঁর ওপর। মর্গান ট্রফিকেই পাখির চোখ করছেন।
মু্ম্বইয়ের প্রস্তুতি শিবিরে নিজেদের ঝালিয়ে নিয়েছে নাইট রাইডার্স। তিনটি প্রস্তুতি ম্যাচও খেলেছে। নেট সেশনের থেকে প্র্যাকটিস ম্যাচকেই বেশি গুরুত্ব দিয়েছিল নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট। এবছর নাইটদের দলে যথেষ্ট ভারসাম্য রয়েছে। শুভমান গিলের সঙ্গে টপ অর্ডার সামলানোর দায়িত্ব রয়েছে নীতিশ রানা, রাহুল ত্রিপাঠী, দীনেশ কার্তিকের ওপর। সর্বোপরি অধিনায়ক ইওয়িন মর্গান তো রয়েছেনই।
এ বছর নেতৃত্বের বোঝা কাঁধে নেই দীনেশ কার্তিকের। টিম ম্যানেজমেন্টের আশা চাপমুক্ত হয়ে ব্যাটিংয়ে মনোযোগ দিতে পারবেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। মিডল অর্ডারে রয়েছেন আন্দ্রে রাসেল। ২০১৯ IPL-এ ঝড় তুলেছিলেন। কিন্তু গত মরশুমে জ্বলে উঠতে পারেননি। তাঁর ফর্মে ফেরার দিকে তাকিয়ে টিম ম্যানেজমনেন্ট। তবে ওপেনিং নিয়ে সমস্যা থেকেই গেছে। সুনীল নারাইন গত বছর ব্যর্থ। এ বছর শুভমান গিলের সঙ্গী কে হন, সেটাই দেখার।
বোলিং বিভাগে নাইটদের ভরসা প্যাট কামিন্স, প্রসিদ্ধ কৃষ্ণ, সুনীল নারাইন, বরুণ চক্রবর্তীরা। রয়েছেন কুলদীপ যাদব, অভিজ্ঞ হরভজন সিং। তবে এবছর বাড়তি পাওনা সাকিব আল হাসান। বাংলাদেশী এই অলরাউন্ডার গুরুত্বপূর্ণ ভুমিকা নিতে পারেন। চিপকের স্লো উইকেটের কথা মাথায় রেখে ৩ স্পিনারে মাঠে নামতে পারে কলকাতা নাইট রাইডার্স।
Be the first to comment