
রোজদিন ডেস্ক, কলকাতা:- মুম্বইয়ের কাছে ৮ উইকেটে হারল কলকাতা। নেপথ্যে কেকেআরের জঘন্য ব্যাটিং। এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল মুম্বই। আর ব্যাট করতে নেমে ইনিংসের তৃতীয় বলেই ধাক্কা কেকেআর শিবিরে। ট্রেন্ট বোল্টের বলে আউট হন নারিন। পরের ওভারেই দীপক চাহারের শিকার ডি’কক। এরপর পাওয়ার প্লের ভেতরেই সাঝঘরের পথ ধরেন রাহানেও। তাঁকে আউট করেন আইপিএলে অভিষেক ঘটানো অশ্বিনী কুমার। আর এই নবাগত বোলারের সামনেই কার্যত আত্মসমর্পন করে কলকাতা। ১৬.২ ওভারে ১১৬ রানে অলআউট হয়ে যায় তাঁরা। মাত্র ২৪ রান দিয়ে ৪ টি উইকেট নিজের ঝুলিতে পুরে নেন অশ্বিনী। দীপকের সংগ্রহে ১৯ রানে ২ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে মাত্র ১২.৫ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মুম্বই। মুম্বইয়ের রায়ান রিকেলটন ৪১ বলে ৬২ রান করেন। ২৭ রানে অপরাজিত থেকে যান সূর্যকুমার।
Be the first to comment