আজ সোমবার কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি কলকাতা-দিল্লী। আজকের ম্যাচের তাৎপর্য প্রাক্তন কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীরের মুখোমুখি এবারের নতুন অধিনায়ক দিনেশ কার্তিকের কলকাতা নাইট রাইডার্স। দু’বার কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ান করা অধিনায়ক গৌতম গম্ভীর এবারের নিলামে ব্রাত্য ছিলেন নাইটের তরফ থেকে। শাহরুখ খানের দল গৌতম গম্ভীরকে ছেড়ে দিয়েছিলেন। নতুন দল গড়ার লক্ষ্যে তারা কেকেআর এর অনেক ক্রিকেটারকে দলে রাখেনি। যেমন আগের ম্যাচে তিন প্রাক্তন নাইট তারকা মণিশ পান্ডে, ইউসুফ পাঠান, সাকিব আল হাসান হায়দ্রাবাদের হয়ে এসেছিলেন কলকাতায় খেলতে এবং নাইট রাইডার্সকে হারিয়ে দিয়ে গেছেন। আজকের ম্যাচেও যদি গৌতম গম্ভীর একটা ফাটাফাটি পারফরম্যান্স করে দেন তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না।
এমনিতে এবারের কলকাতা নাইট রাইডার্স তাদের প্রথম ম্যাচ বিরাট কোহলির দলের বিরুদ্ধে জেতার পর হেরে গেছেন পরপর দুইটি ম্যাচ। কাঠগড়ায় বসেছে দিনেশ কার্তিকের নেতৃত্ব। অন্যদিকে দিল্লী ডেয়ারডেভিলস প্রথম দুটি ম্যাচ হারার পর তৃতীয় ম্যাচ মুম্বাই ইন্ডিয়ানসের বিরুদ্ধে জিতে কলকাতায় এসেছেন। অবশ্যই জেতার লক্ষ্য নিয়েই আজ তারা মাঠে নামবে। মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচে তাদের হয়ে প্রথম খেলতে নামা জেশন রায় দুর্দান্ত ব্যাট করেছেন। তরুণ তুর্কি ঋষভ পন্থ দারুণ ছন্দে রয়েছেন। সেদিক দিয়ে কলকাতা নাইট রাইডার্সের হয়ে সেভাবে কেউই ধারাবাহিক খেলতে পারছেন না। তারওপর চোট আঘাতে বেশ কিছু পেসার ছিটকে গেছেন কলকাতার দল থেকে। দেখা যাক এই সকল ফ্যাক্টর নিয়ে কোন দল কার ওপর ভারী পরে!
Be the first to comment