বিফলে রিঙ্কু-রাসেলদের লড়াই, আইপিএলে গুজরাটের কাছে আবারও হার কেকেআরের

Spread the love

বিফলে আন্দ্রে রাসেলের একার লড়াই। আইপিএলে ফের হার কলকাতা নাইট রাইডার্সের। টপ অর্ডারের বিশ্রী ব্যাটিং ফের ডুবিয়ে দিল কেকেআরকে। নাইটরা হারল ৮ রানে। এই নিয়ে আইপিএলে টানা ৫ ম্যাচ হারল নাইটরা। লাগাতার হারের জেরে শনিবার প্রথম একাদশে একাধিক বদল আনে কেকেআর। কামিন্সের জায়গায় দলে আসেন সাউদি। শেলডন জ্যাকসন এবং অ্যারন ফিঞ্চের বদলে দলে আসেন বিলিংস এবং রিঙ্কু সিং। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন গুজরাট অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া।

প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য তেমন ভাল হয়নি গুজরাটের। ভাল ফর্মে থাকা শুভমন গিল মাত্র ৭ রান করেই প্যাভিলিয়নে ফেরেন। যদিও প্রথম উইকেটের পতনের পর অধিনায়ক হার্দিক এবং উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহার ব্যাটে ঘুরে দাঁড়ায় গুজরাট। ঋদ্ধিমান সাহা করেন ২৫ বলে ২৫ রান। অধিনায়ক হার্দিক ৪৯ বলে ৬৭ রানের অনবদ্য ইনিংস খেলেন। মিলার করেন ২০ বলে ২৭ রান। ১২ বলে ১৭ করেন রাহুল তেওয়াটিয়া। শেষদিকে কেকেআরের বোলাররা ভালই কামব্যাক করেন। শেষ ওভার চার উইকেট তুলে নজর কাড়েন রাসেল।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ের মুখে পড়ে নাইট শিবির। ব্যাটিং অর্ডারে গুচ্ছ পরিবর্তনের ফল ভুগতে হয় নাইটদের। ব্যর্থ হন ওপেন করতে আসা স্যাম বিলিংস এবং সুনীল নারিন। নীতীশ রানা এদিন ফের ব্যর্থ হন। রান পাননি অধিনায়ক শ্রেয়স আইয়ারও। একটা সময় ৩৪ বলে ৪ উইকেট খুইয়ে প্রবল চাপে পড়ে যায় নাইটরা। সেখান থেকে দল ঘুরে দাঁড়ায় রিঙ্কু সিং এবং ভেঙ্কটেশ আইয়ারের ব্যাটে ভর করে। কেকেআরে যাকে বারবার নেওয়া নিয়ে চরম সমালোচনা হয়, সেই রিঙ্কু এদিন করেন ২৮ বলে ৩৫ রান। ভেঙ্কটেশ করেন ১৭ বলে ১৭ রান।

শেষদিকে ফের কার্যত একার হাতে কেকেআরকে লড়াইয়ে ফেরান আন্দ্রে রাসেল। বল হাতে যেমন তিনি চার উইকেট তুললেন তেমনই ব্যাট হাতে খেললেন ২৫ বলে ৪৮ রানের অনবদ্য ইনিংস। কিন্তু তাঁর একার লড়াই-ই শেষ। শেষ ওভারে যখন ৪ বলে ১২ রান দরকার তখনই আউট হয়ে যান মাসলম্যান। তখনই শেষ হয়ে যায় নাইটদের আশা।

এদিনের হারের ফলে চলতি মরশুমে ৮ ম্যাচের মধ্যে ৫টিতেই হারের মুখ দেখতে হল কেকেআরকে। আপাতত তাঁরা পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে। প্লে-অফের আশা জিইয়ে রাখতে বাকি ৬ ম্যাচের মধ্যে অন্তত ৫টি জিততেই হবে নাইটদের। কিন্তু দল যেভাবে পারফর্ম করছে, তাতে এই মুহূর্তে কোনও আশাই দেখছেন না কেকেআর সমর্থকরা। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*