২১ জুলাই তৃণমূলের শহীদ দিবসের আগে আবার ভিডিয়ো বার্তা কেএলও প্রধান জীবন সিংহের। ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বহুদিন অন্তরালে থাকার পর ইদানিংকালে মাঝেমধ্যেই গোপন আস্তানা থেকে ভিডিয়ো বার্তা পাঠাচ্ছেন তিনি। প্রত্যেকবারই ভিডিয়ো বার্তায় তিনি রাজ্যের বিরুদ্ধে কথা বলে যাচ্ছেন। কখনও তিনি ভিডিয়োতে পৃথক রাজ্যের পক্ষে বলছেন, আবার কখনও রাজ্য বিরোধী বার্তা দিচ্ছেন। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি ডিজিটাল।
মঙ্গলবারের ভিডিয়ো বার্তায় তার ব্যাতিক্রম হয়নি। প্রকাশ্যে পশ্চিমবঙ্গের পুলিস-সহ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুমকি দিয়ে জানান, কৈলাস, কোচ-সহ তাঁর পরিবারকে মুক্তি দিতে হবে।
অন্যদিকে, রাজবংশী বা কামতাপুর জাতির জন্য তারা লড়াই করতে নামবে। মালদা, উত্তর-দক্ষিণ দিনাজপুর-সহ সমস্ত কোচ রাজবংশীদের এই লড়াইয়ে নামার জন্য আহ্বান জানান তিনি। রাষ্ট্রদ্রোহিতার অপরাধে কেএলও মিডিয়া সেলের কৈলাস কোচ-সহ তাঁর সন্তান এবং স্ত্রী জেলে বন্দী আছে। তাঁদের মুক্তির দাবি জানিয়ে পশ্চিমবঙ্গ পুলিস-সহ রাজ্যের নেত্রীকে রীতিমতো হুঙ্কার দেন কেএলও প্রধান।
Be the first to comment