১২ টায় এসে ২টোয় বাড়ি যাবার দিন কি শেষ হতে চলেছে কলকাতা পুরসভায়? এদিন এক কড়া বিজ্ঞপ্তি দিয়ে সেই বার্তাই দিলেন পুর কমিশনার খলিল আহমেদ। সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫ টা পুর অফিস খোলা। কিন্তু বেশিরভাগ কর্মীই অফিস টাইমের ধার ধারেন না ৷ নির্দিষ্ট সময়ের আগেই পগারপার ৷
এই অভ্যাস বন্ধেই নতুন নির্দেশিকা এল কলকাতা পুরসভার কর্মীদের জন্য ৷ আজ সেই নির্দেশিকায় কর্মী ও আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে ১০টা ৪৫-এর পরে অফিসে ঢুকলে খাতায় পরবে লেটমার্ক। ১১টার পর এলে অনুপস্থিত করা হবে। প্রত্যেককে রেজিস্ট্রারে সাক্ষর করতে হবে। ছুটির ৫ মিনিট আগে রেজিস্ট্রার পাঠানো হবে দপ্তরে। সুতরাং, পুরকর্মীরা প্রস্তুত হন ৷ সুখের দিন খুব শীঘ্রই অতীত হতে চলেছে ৷
Be the first to comment