কলকাতা নাইট রাইডার্স শিবিরে সুখবর। দলের গুরুত্বপূর্ণ কিছু বিদেশী খেলোয়াড় নিয়ে উদ্বেগ ছিল নাইটদের। যেমন অ্যান্দ্রে রাসেল ও ক্রিস লিনের চোট নিয়ে। আপাতত সেই আশঙ্কা উড়িয়ে দিয়েছেন নাইটের সিইও ভেঙ্কি মাইসোর। একাদশ আইপিএলের পুরো পর্বেই এই দুই খেলোয়াড়কে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। আগামী ৮ এপ্রিল দুজনেই খেলবেন বলেই আশা করা হচ্ছে। তাঁরা শীঘ্রই শিবিরে যোগ দেবেন। এছাড়াও অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্কের টোট সম্পর্কেও জানিয়েছেন নাইট সিইও। স্টার্ক পেশীর টানে ভুগছেন। তবে তাঁকে খেলার জন্য পাওয়া যাবে। ক্যারিবিয়ান স্পিনার সুনীল নারাইনকে ঘিরে সম্প্রতি নতুন করে আশঙ্কার মেঘ জমেছিল। কিন্তু সংশয় পিছনে ফেলে নারাইন এখন আসন্ন আইপিএলেই মনোনিবেশ করছেন। দীনেশ কার্তিককে অধিনায়ক ঘোষণা করে নাইট রাইডার্স শিবির সবাইকে চমকে দিয়েছিল। শ্রীলঙ্কায় সদ্যসমাপ্ত ত্রিদেশীয় টি-২০ টুর্নামেন্টের ফাইনালে দুর্দান্ত ইনিংস খেলে ভারতকে ম্যাচ জিতিয়েছেন তিনি। ভারতের জয়ের জন্য ১২ বলে ৩৪ রান প্রয়োজন, এমন পরিস্থিতিতে ব্যাট করতে আসেন কার্তিক। ৮ বলে ২৯ রানের ঝোড়ো ইনিংস খেলে বাংলাদেশের জয়ের স্বপ্ন ভেস্তে দেন তিনি। শেষ বলে ছক্কা মেরে ভারতকে জেতান কার্তিক। আগামী ৮ এপ্রিল বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের আইপিএল অভিযান শুরু করবে নাইট রাইডার্স।
Be the first to comment