কবিতায় এখন

Spread the love

রাজিত বন্দোপাধ্যায় –

কবিতায় এখন অনেক ভীড় !
আলপিন থেকে পেরেক —
আত্মকথার শুধু ছয়লাপ ।
নামতে যেয়ে দেখি —
অনেক মহীরথীদের কোলাহল !
হারাবার আগে , আবার মানভুমে ফেরা ।
আমার মেহনতী শিল্পীর দল
আজও কোদাল বেলচা হাতে
প্রশ্নহীন মগ্ন আজও —
শ্রাবস্তীর কারুকাজ ফোটাতে
পাথুরে মাটির গায়ে অবিচল !
পুছি দেখ ঐ ঘেমো মিনির মায়ে
বইলবে ঘর্মাক্ত মুখ তুলে —
জন্মাস্ত হামরা তো ইভাবেই বাবু
চলিছি রগদাই রগদাই !!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*