ভয়াবহ বন্যায় বন্ধ হয়ে গিয়েছিল কোচি বিমানবন্দর, আজ থেকে আবার শুরু হলো পরিষেবা

Spread the love

কেরলের ভয়াবহ বন্যায় বন্ধ হয়ে গিয়েছিল কোচি বিমানবন্দর। বুধবার ২৯ অগস্ট পুনরায় খুলতে চলেছে সেই বিমানবন্দর। জেট এয়ারওয়েজ এবং ইন্ডিগো জানিয়েছে কোচি বিমানবন্দরে পুনরায় পরিষেবা চালু করতে চলেছে তারা। দুপুর ২টো থেকে চালু হবে জাতীয় এবং আন্তর্জাতিক—দুই পরিষেবাই।

গত ৮অগস্ট থেকে বৃষ্টি শুরু হয়েছিল কেরলের বিভিন্ন জেলায়। টানা ভারী বৃষ্টির ফলে জল জমে গিয়েছিল কোচি বিমানবন্দরেও। গত ১৪ অগস্ট থেকে বন্ধ ছিল এই বিমানবন্দর। প্রায় ১৫ দিন পর ফের এখানে চালু হবে পরিষেবা। প্রাথমিকভাবে কোচি বিমানবন্দর কর্তৃপক্ষ ঘোষণা করেছিল ১৮ অগস্ট পর্যন্ত বন্ধ থাকবে বিমানবন্দর। কিন্তু রানওয়েতে জলের পরিমাণ ক্রমশ বাড়তে থাকায় কর্তৃপক্ষ ঘোষণা করে ২৬ অগস্ট পর্যন্ত থাকবে কোচি বিমানবন্দর। বেশ কিছু বিমান অবতরণ করানো হয় প্রতিবেশি রাজ্য তামিলনাড়ু এবং কর্নাটকের বেশ কিছু বিমানবন্দরে। যদিও এর মাঝে ২০ তারিখ থেকেই বাণিজ্যিক কারণে প্লেন ওঠা-নামা শুরু হুয় এই বামানবন্দরে। ত্রাণ সংগ্রহ এবং বিভিন্ন জরুরি ভিত্তিতে এই পরিষেবা চালু করা হয়েছিল।

জানা গিয়েছে, এই বন্যার কারণে প্রায় ২২০ কোটি টাকার ক্ষতি হয়েছে কোচি বিমানবন্দরের। জেট এয়ারওয়েজ জানিয়েছে, বুধবার কোচিতে প্রথম বিমান যাবে মুম্বই থেকে। পৌঁছবে দুপুর ৩টে ৫০মিনিট নাগাদ। বন্যাদুর্গতদের জন্য ত্রাণ নিয়ে কেরল পৌঁছবে এই বিমান। ১৭টন ত্রাণ নিয়ে যাওয়া যাবে কোনও খরচ ছাড়াই। যাত্রীদের জন্যেও নানা রকম সুবিধা রেখেছে জেট এয়ারওয়েজ কর্তৃপক্ষ। অন্যদিকে কোচি থেকে বুধবার দুপুর দুটোয় প্রথম বিমান ছাড়বে ইন্ডিগো।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*