রাষ্ট্রসঙ্ঘের প্রাক্তন মহাসচিব কোফি আন্নান মারা গেলেন। বয়স হয়েছিল ৮০। তাঁর স্ত্রী ও তিন সন্তান রয়েছেন। ১৯৩৮ সালে আফ্রিকা মহাদেশের ঘানায় তাঁর জন্ম হয়। ১৯৯৭ থেকে ২০০৬ সাল পর্যন্ত রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব ছিলেন। ২০০১ সালে রাষ্ট্রসঙ্ঘের সঙ্গে যৌথভাবে শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন।
বিশ্ব জুড়ে মানবাধিকার রক্ষার জন্য ২০০৭ সালে এল্ডার্স নামে এক আন্তর্জাতিক গোষ্ঠী তৈরি হয়। কোফি আন্নান শুরু থেকেই তার সদস্য ছিলেন। ২০১৩ সালে হয়েছিলেন সেই সংস্থার চেয়ারম্যান।
Be the first to comment