কোহলির কাউন্টি ক্রিকেট খেলা নিয়ে অনিশ্চয়তা

Spread the love

ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির কাউন্টি ক্রিকেট খেলা নিয়ে তৈরী হয়েছে অনিশ্চয়তা। গতকাল তিনি হাসপাতালে গিয়েছিলেন। এই ঘটনা ঘিরেই তাঁর মেরুদণ্ডের চোট নিয়ে জল্পনা শুরু হয়। বিভিন্ন সূত্র থেকে দাবি করা হয় যে, স্লিপ ডিস্ক ধরা পড়েছে কোহলির। তাই সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে পারবেন না তিনি। কিন্তু বিসিসিআই-এর এক পদস্থ আধিকারিক জানিয়েছেন কোহলির চোট স্লিপ ডিস্ক নয়। কোহলির যেটা ধরা পড়েছে, তা ঘাড়ের সমস্যা, স্লিপ ডিস্ক নয়।
ওই আধিকারিক নিজের নাম প্রকাশ না করে জানিয়েছেন, বিরাটের ক্লান্তি সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে এবং এটা চোটের থেকেও অনেক বেশি অত্যধিক পরিশ্রম সংক্রান্ত বিষয়। তবে এটা আদপেই স্লিপ ডিস্ক নয়। এখন আমরা বিরাটের পরিশ্রম সংক্রান্ত বিষয়টি পর্যবেক্ষণ করছি। তাঁর কাউন্টি খেলা কাটছাঁট করা যায় কিনা, সে বিষয়ে আমরা পরিকল্পনা করছি। তিনি সেখানে দুটি চারদিনের ম্যাচ খেলবেন, রয়্যাল লন্ডন কাপের ৫০ ওভারের পাঁচটি ম্যাচ খেলবেন না তিনি।
উল্লেখ্য, আসন্ন ইংল্যান্ড সিরিজের প্রস্তুতি হিসেবে কাউন্টি ক্রিকেট খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন কোহলি। এজন্য আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্ট না খেলার সিদ্ধান্ত নেন তিনি। আগামী জুন মাসে সারে-র হয়ে কাউন্টি খেলার জন্য চুক্তি করেছেন কোহলি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*