ভারতকে সমর্থন না করায় এক ফ্যানকে ভারত ছাড়ার পরামর্শ দিয়েছিলেন তিনি। তারপর থেকেই তাঁর মন্তব্যে তোলপাড় গোটা দেশ। এ বার সেই বিতর্কের সাফাই দিতে মুখ খুললেন বিরাট কোহলি। টুইটারেই নিজের মন্তব্যের সাফাই গাইলেন বিরাট।
নিজের বক্তব্যের সমর্থনে টুইটারে বিরাট লেখেন, ” আশা করি এই ট্রোলিং আমাকে উদ্দেশ্য করে নয়। সত্যি কথা বলতে কি ট্রোলড হতে হতে আমি ক্লান্ত। তাই আমার এতে কিছু যায় আসে না। ‘দিজ ইন্ডিয়ান্স’, এই কথা দুটো যেভাবে ব্যবহার করা হয়েছিল, সেটা আমার ভালো লাগেনি। তাই আমি আমার বক্তব্য রেখেছিলাম। আমি ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করি। তাই এই ব্যাপারটাকে হালকা ভাবেই নেওয়া উচিত। উৎসবের মরশুম সবাই উপভোগ করুন। সবার জন্য ভালোবাসা। সবার শান্তি কামনা করি।”
প্রসঙ্গত, বুধবার নিজের জন্মদিন উপলক্ষ্যে একটি অ্যাপ লঞ্চ করেছিলেন কোহলি। সেই অ্যাপে সরাসরি ফ্যানদের সঙ্গে কথা বলছিলেন ভারত অধিনায়ক। তখনই এক ফ্যান মেসেজ করে বলেন, ” বিরাট একজন ওভার-রেটেড ব্যাটসম্যান। আমি ওর ব্যাটিংয়ে স্পেশ্যাল কিছু দেখতে পাই না। ভারতীয় ক্রিকেটারদের থেকে আমি অস্ট্রেলিয়ান, ইংল্যান্ড ক্রিকেটারদের ব্যাটিং বেশি পছন্দ করি।”
এর উত্তরে বিরাট বলেন, ” আমার মনে হয় আপনার ভারতে থাকা উচিত নয়। অন্য কোথাও গিয়ে থাকুন। কেন আপনি ভারতে থেকে অন্য দেশকে সমর্থন করছেন? আমাকে আপনার পছন্দ নয়, সেটাতে আমার কিছু যায় আসে না। কিন্তু আমার মনে হয় ভারতে থেকে অন্য দেশের কিছু পছন্দ করা উচিত নয়। নিজের পছন্দ বোঝা উচিত। সেই অনুযায়ী কাজ করুন।”
বিরাটের এই মন্তব্যের পরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় জল্পনা। কেউ কেউ সমর্থন করেন বিরাটকে। তবে বেশিরভাগ নেটিজেন এর বিরুদ্ধে মুখ খোলেন। কেউ বলেন, সবার পছন্দ এক নাও হতে পারে। ভারতীয় ক্রিকেটারদের পছন্দ না হলে তাঁকে ভারত ছাড়ার কথা বলার বিরাট কে? আবার কেউ বলেন, তাহলে বাইরের দেশে বিরাট কোহলির বা ভারতীয় ক্রিকেটের যে সমর্থকরা আছেন, তাঁদেরও কি নিজেদের দেশ ত্যাগ করে ভারতে থাকা উচিত? এটাই কি বলতে চাইলেন বিরাট?
এই সমালোচনার মুখে পড়েই নিজের বক্তব্যের সমর্থনে কথা বললেন বিরাট। যদিও তাঁর এই টুইটের পরেও সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ বলছেন, নিজের ভুল বুঝতে পেরে ইমেজ বাঁচাতে নেমে পড়েছেন কোহলি। অবশ্য কেউ বলেছেন, বিরাট সত্যিই দেশকে ভালোবাসেন বলেই ‘দিজ ইন্ডিয়ান্স’ কথা শুনে নিজেকে ঠিক রাখতে পারেননি। আর তাই তিনি রাগের মাথায় ওই কথা বলে ফেলেছিলেন।
Be the first to comment