ইডেনে রচিত হল আরেক ইতিহাস। গোলাপি বলের টেস্টে ভারতের হয়ে শতরান করলেন অধিনায়ক বিরাট কোহলি। ইডেন টেস্টের দ্বিতীয় দিনের শুরু থেকে বাংলাদেশের উপর চাপ বাড়াচ্ছিলেন ভারতের অধিনায়ক ও সহ অধিনায়ক। কোহলি-রাহানের চওড়া ব্যাটে বড় রানের দিকে এগোয় ভারতীয় দল। লিড তিন অঙ্কে নিয়ে যান বিরাট ও রাহানে। ব্যক্তিগত ৫১ রানে প্যাভেলিয়নে ফেরেন অজিঙ্কা রাহানে।
এরপর রবীন্দ্র জাডেজাকে সঙ্গে জুটি বাঁধেন ভারত অধিনায়ক ৷ তাইজুল ইসলামের বল স্কোয়্যার লেগ দিয়ে ঢেলে ২ রান নিয়ে শতরান পূর্ণ করেন ৷ টেস্ট ক্রিকেটে কোহলির এটি ২৭তম সেঞ্চুরি ৷ আর অধিনায়ক হিসেবে করলেন ২০তম সেঞ্চুরি ৷
ভারতীয়দের মধ্যে প্রথম হলেও বিরাটের আগে ১৪ জন ব্যাটসম্যান ডে-নাইট টেস্টে সেঞ্চুরি করেছেন ৷ এঁরা হলেন আজহার আলি, স্টিভ স্মিথ, অ্যালেস্টার কুক, হেনরি নিকোলস, উসমান খোয়াজা, আসাদ সাফিক, জো রুট, শন মার্শ, আইডেন মার্করাম, ফ্যাফ ডু’প্লেসি, ডারেন ব্র্যাভো, পিটার হ্যান্ডসকম্ব, স্টিফেন কুক ও কেন উইলিয়ামসন। তবে পিঙ্ক বল টেস্টে দু’টি সেঞ্চুরি রয়েছে একমাত্র পাক ব্যাটসম্যান সাফিকের।
তবে পিঙ্ক বল টেস্টে সবেচেয়ে বেশি রানের মালিক আজহার আলি ৷ ছ’টি ইনিংসে ৪৫৬ রান করেছেন টপ-অর্ডার পাক ব্যাটসম্যান ৷ শুধু তাই নয়, ডে-নাইট টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোরও আজহারের দখলে ৷ ২০১৬ দুবাই টেস্টে আজহার আলির ৩০২ রানের অপরাজিত ইনিংস এখনও পর্যন্ত পিঙ্ক বল টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর ৷
ভারত বিশ্বের নম্বর দল হিসেবে ডে-নাইট টেস্ট খেলে ৷ কিন্তু প্রথম টেস্টেই সেঞ্চুরি করে নজির গড়লেন বিরাট ৷ ক্যাপ্টেনের ব্যাটে ভর করে ইডেনে ঐতিহাসিক পিঙ্ক বল টেস্টে বড় রানের দিকে এগোচ্ছে ভারত ৷ ভারতীয় পেস আক্রমণের সামনে মাত্র ১০৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ ৷ জবাবে মাত্র ৪ উইকেট হারিয়ে আড়াইশো রানের গণ্ডি টপকে গিয়েছে টিম ইন্ডিয়া অর্থাৎ প্রথম ইনিংসে ইতিমধ্যেই প্রায় দেড়শো রানের লিড ভারতের ৷
Be the first to comment