গোলাপি বলে ভারতের হয়ে প্রথম শতরান কোহলির

Spread the love

ইডেনে রচিত হল আরেক ইতিহাস। গোলাপি বলের টেস্টে ভারতের হয়ে শতরান করলেন অধিনায়ক বিরাট কোহলি। ইডেন টেস্টের দ্বিতীয় দিনের শুরু থেকে বাংলাদেশের উপর চাপ বাড়াচ্ছিলেন ভারতের অধিনায়ক ও সহ অধিনায়ক। কোহলি-রাহানের চওড়া ব্যাটে বড় রানের দিকে এগোয় ভারতীয় দল। লিড তিন অঙ্কে নিয়ে যান বিরাট ও রাহানে। ব্যক্তিগত ৫১ রানে প্যাভেলিয়নে ফেরেন অজিঙ্কা রাহানে।

এরপর রবীন্দ্র জাডেজাকে সঙ্গে জুটি বাঁধেন ভারত অধিনায়ক ৷ তাইজুল ইসলামের বল স্কোয়্যার লেগ দিয়ে ঢেলে ২ রান নিয়ে শতরান পূর্ণ করেন ৷ টেস্ট ক্রিকেটে কোহলির এটি ২৭তম সেঞ্চুরি ৷ আর অধিনায়ক হিসেবে করলেন ২০তম সেঞ্চুরি ৷

ভারতীয়দের মধ্যে প্রথম হলেও বিরাটের আগে ১৪ জন ব্যাটসম্যান ডে-নাইট টেস্টে সেঞ্চুরি করেছেন ৷ এঁরা হলেন আজহার আলি, স্টিভ স্মিথ, অ্যালেস্টার কুক, হেনরি নিকোলস, উসমান খোয়াজা, আসাদ সাফিক, জো রুট, শন মার্শ, আইডেন মার্করাম, ফ্যাফ ডু’প্লেসি, ডারেন ব্র্যাভো, পিটার হ্যান্ডসকম্ব, স্টিফেন কুক ও কেন উইলিয়ামসন। তবে পিঙ্ক বল টেস্টে দু’টি সেঞ্চুরি রয়েছে একমাত্র পাক ব্যাটসম্যান সাফিকের।

তবে পিঙ্ক বল টেস্টে সবেচেয়ে বেশি রানের মালিক আজহার আলি ৷ ছ’টি ইনিংসে ৪৫৬ রান করেছেন টপ-অর্ডার পাক ব্যাটসম্যান ৷ শুধু তাই নয়, ডে-নাইট টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোরও আজহারের দখলে ৷ ২০১৬ দুবাই টেস্টে আজহার আলির ৩০২ রানের অপরাজিত ইনিংস এখনও পর্যন্ত পিঙ্ক বল টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর ৷

ভারত বিশ্বের নম্বর দল হিসেবে ডে-নাইট টেস্ট খেলে ৷ কিন্তু প্রথম টেস্টেই সেঞ্চুরি করে নজির গড়লেন বিরাট ৷ ক্যাপ্টেনের ব্যাটে ভর করে ইডেনে ঐতিহাসিক পিঙ্ক বল টেস্টে বড় রানের দিকে এগোচ্ছে ভারত ৷ ভারতীয় পেস আক্রমণের সামনে মাত্র ১০৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ ৷ জবাবে মাত্র ৪ উইকেট হারিয়ে আড়াইশো রানের গণ্ডি টপকে গিয়েছে টিম ইন্ডিয়া অর্থাৎ প্রথম ইনিংসে ইতিমধ্যেই প্রায় দেড়শো রানের লিড ভারতের ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*