দিল্লীর ফিরোজ শাহ কোটলায় শেষ টেস্টের শেষ দিনটা ভারতের জন্যে ভালো গেলো না। শ্রীলঙ্কার আনকোরা ব্যাটসম্যানরা ভারতের বোলিংকে রুখে দিয়ে ম্যাচ বাঁচিয়ে দিলো। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট না জিতলেও কীর্তি গড়ার দিক থেকে পিছিয়ে থাকলেন না বিরাট কোহালি। নাগপুর টেস্ট জেতার দরুন কোহলিরা টেস্ট সিরিজ জিতে নিয়ে। টানা ৯টি সিরিজ জিতে তিনি ধরে ফেললেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং-কে। ২০০৫-এর অক্টোবর থেকে ২০০৮-এর জুন পর্যন্ত টানা ৯টি সিরিজ জিতেছিল পন্টিংয়ের অস্ট্রেলিয়া। কোহালির ভারত ২০১৫ সালের অগস্ট থেকে ২০১৭-র ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে সমসংখ্যক সিরিজ জিতে ফেলল। রেকর্ডের খাতায় পন্টিংয়ের পাশে বিরাট কোহলিও স্থান পেলো।
২০১৫ সালের অগস্ট থেকে ২০১৭-র ডিসেম্বরের মধ্যে কোহালিরা ৩০টি টেস্ট খেলে জিতেছেন ২১টিতে। ৭টি ড্র হয়েছে, হেরেছেন ২টি টেস্টে। অস্ট্রেলিয়া ২৬টি টেস্টের মধ্যে জিতেছিল ২২টিতে। পন্টিংদের ৯টি সিরিজ জয়ের মধ্যে ৬টি ছিল নিজেদের দেশে। ৩টি বিদেশে। কোহালিদেরও তা-ই। পন্টিংয়ের অস্ট্রেলিয়ার সঙ্গে সে দিক থেকে কোহালির ভারত সমান-সমান।
Be the first to comment