বিখ্যাত মাদাম তুসো জাদুঘরে জায়গা পাচ্ছেন কোহলি

Spread the love

বিরাট কোহলি, বর্তমান ক্রিকেটে বিশ্বের সেরা ব্যাটসম্যানদের মধ্যে একজন । ভারত অধিনায়ক ব্যাট হাতে রেকর্ডের পর রেকর্ড গড়ে যাচ্ছেন। এসব রেকর্ড গড়ার সাথে তারও ছাড়িয়ে গেছে ক্রিকেটের অনেক কিংবদন্তিদের। তাই অনেক কিংবদন্তির প্রতিকৃতির সঙ্গে বিখ্যাত মাদাম তুসো জাদুঘরে জায়গা পাচ্ছে কোহলির মোমের প্রতিকৃতি। সাধারণত বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিদের প্রতিকৃতি জায়গা পায় এই বিখ্যাত যাদুঘরে। বিশ্ব রাজনীতির বিভিন্ন নেতা এবং ফুটবল, ক্রিকেট, হলিউড, বলিউডের অনেক গুণীজনদের প্রতিকৃতি রাখা হযেছে মাদাম তুসোতে। ফুটবলের পেলে, ম্যারাডোনা থেকে শুরু করে হালের লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদোদের প্রতিকৃতি রয়েছে এখানে। ক্রিকেটে বিখ্যাত এই জাদুঘরে জায়গা পেয়েছে শচীন টেন্ডুলকার, কপিল দেবদের প্রতিকৃতি। তাদের সঙ্গে এবার কোহলির প্রতিকৃতি স্থাপন করা হচ্ছে। মাদাম তুসো জাদুঘরের দিল্লি শাখায় স্থাপন করা হবে কোহলির প্রতিকৃতি। বিশ্ব বিখ্যাত জাদুঘরটির বিশেষজ্ঞ শিল্পীরা ইতোমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন। বিষয়টি নিয়ে অনেকটাই উচ্ছ্বাসিত বিরাট কোহলি। ভারতীয় অধিনায়ক জানান, মাদাম তুসো জাদুঘরে আমার প্রতিকৃতি স্থাপন করা হবে, এটা আমার জন্য অনেক সম্মানের বিষয়। মাদাম তুসো জাদুঘরের বিশেষজ্ঞরা অনেক ধৈর্য ধরে আমাকে নিয়ে কাজ করছেন। তাদেরকে অনেক ধন্যবাদ জানাতে চাই। সত্যিই এটা সারা জীবনের জন্য দারুণ এক স্মৃতি ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*