প্রথমে ভারতের অলিম্পকে শ্যুটারে পদক জয়ী রাজ্যবর্ধন সিং রাঠোর ভারত অধিনায়ক কোহলিকে ফিটনেস নিয়ে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। সেই চ্যালেঞ্জ বিরাট কোহলি গ্রহণ করেছিলেন। বুধবার রাতে একটি পোস্ট করা ভিডিওতে তিনি নিজের ফিটনেসের লেভেল দেখিয়েছেন। মাটিতে দুই কনুই রেখে এক বার করে একটি পা মুড়ে তা উপরে ওঠান তিনি। যাকে স্পাইডার প্লাঙ্ক বলা হয়। এভাবে একবারে ২০টি ‘স্পাইডার প্লাঙ্ক’ করেছেন কোহলি। সেই দৃশ্যটি ক্যামেরাবন্দি করে ভিডিওটি টুইট করে কয়েকজনের দিকে একটি চ্যালেঞ্জও ছুড়ে দেন কোহলি। চ্যালেঞ্জ হল, নিজের ফিটনেসের প্রমাণ দিতে হবে। ফিটনেস নিয়ে মোদীসহ তিন জনকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন কোহলি। সেই তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও ছিলেন নিজের স্ত্রী অনুষ্কা শর্মা এবং প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। বিরাট কোহলির চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই সেই চ্যালেঞ্জের জবাব দিয়েছেন মোদী। বৃহস্পতিবার সকালে কোহলির উদ্দেশ্যে মোদী টুইটারে লিখেন, ‘বিরাট, চ্যালেঞ্জ গ্রহণ করলাম! শীঘ্রই নিজের ফিটনেস ভিডিও শেয়ার করব।’
Be the first to comment