সরিয়ে নেওয়া হল বিরাট কোহলির মোম মূর্তি। দু’দিন আগেই দিল্লির মাদাম তুসোর মিউজিয়ামে উদ্বোধন হয়েছিল মূর্তিটির। তারই মধ্যে তার কিছুটা অংশ ভেঙে গিয়েছে। মিউজিয়ামের এক আধিকারিক জানিয়েছেন, সেজন্যই মূর্তিটি ওখান থেকে সরিয়ে ফেলা হয়েছে। আগ্রহী ভক্তদের আগ্রহের চাপেই এই ঘটনা ঘটেছে। তবে মিউজিয়াম কর্তৃপক্ষ জানিয়েছেন, মূর্তির ভাঙা অংশটি ঠিক করে ফেলা হয়েছে। খুব শীঘ্রই আবার ভক্তরা বিরাটের মূর্তি দেখতে পাবেন।
বুধবার মূর্তি উন্মোচনের পরই ভক্তদের ভিড় আছড়ে পড়েছিল দিল্লির মাদাম তুসোর মিউজিয়ামে। বিরাটের মূর্তির পাশে দাঁড়িয়ে সেলফি তোলার হিড়িক পড়ে যায়। সম্ভবত তখনই বিরাটের মূর্তির ডান দিকের কানটি ক্ষতিগ্রস্ত হয়। গতবছর ডিসেম্বরে দিল্লির কনট প্লেসে এই মিউজিয়ামটির উদ্বোধন হয়েছিল। যেখানে ডেভিড বেকহ্যাম, লিওনেল মেসি, কপিল দেব, উসেইন বোল্টের মূর্তি বসেছে। মিউজিয়ামের নবতম সংযোজন বিরাট কোহলি।
Be the first to comment