প্রবল বৃষ্টিতে ভাসল কলকাতা ও তার আশেপাশের অঞ্চল। মঙ্গলবার সকাল থেকেই শুরু হয় ব্যাপক বৃষ্টি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ কালো হয়ে আসে। টানা প্রায় ঘণ্টা দুয়েকের বৃষ্টিতে রাস্তা ঘাট জলে ভেসে যায়। এটি নিম্নচাপের বৃষ্টি বলে জানা গিয়েছে। সকাল থেকেই বৃষ্টি শুরু হলেও তাপমাত্রা খুব একটা কম ছিল না। তবে প্রবল বৃষ্টিতে আবহাওয়া কিছুটা স্বস্তিদায়ক হয়েছে।
মঙ্গলবার শহরের সকালের তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। সোমবার যে প্রবল গরম ছিল তা স্পষ্ট করেছে সর্বোচ্চ তাপমাত্রা, যা পৌঁছে গিয়েছিল ৩৭.১ ডিগ্রি সেলসিয়াসে, স্বাভাবিকের থেকে যা পাঁচ ডিগ্রি বেশি ছিল। আপেক্ষিক আর্দ্রতার পরিমান স্বাভাবিকভাবেই কমেনি। সর্বোচ্চ ৯৭ শতাংশ, সর্বনিম্ন ৫৫ শতাংশ। এখনও পর্যন্ত শহরে বৃষ্টি হয়েছে ২১.৮ মিলিমিটার, দমদমে ১৯.৭ ও সল্টলেকে ৪.৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
Be the first to comment