প্রবল বৃষ্টি কলকাতা সহ শহরতলিতে। এরই সঙ্গে উপরি পাওনা শিলাবৃষ্টি। বহুদিন পর এমন শিল পড়তে দেখল শহরের মানুষ। পূর্বাভাস অনুযায়ী বিকেল হতেই বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি নেমেছে দুই ২৪ পরগণা কলকাতা, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে। শিলাবৃষ্টির খবরও মিলছে।
হাওয়া অফিস রবিবার সকালেই জানিয়েছিল বিকালে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। সেই মতোই শুরু হয়েছে বৃষ্টি। এদিকে রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। সর্বোচ্চ তাপমাত্রা ছিল গত ২৪ ঘণ্টায় ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস , যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি ছিল। আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৮৮ সর্বনিম্ন ৪০ শতাংশ। অতিরিক্ত আর্দ্রতা থেকে স্থানীয় মেঘে এই বৃষ্টি বলে জানাচ্ছে হাওয়া অফিস।
বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। তা শুক্রবার হয় ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। শনিবার তা বৃদ্ধি পেয়ে হয়েছে ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বিগত কয়েকদিন এই তাপমাত্রা ২৬ থেকে ২৮এর মধ্যে ঘোরাফেরা করছিল।
যেমন বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি ছিল। সকাল ৬টাতেই তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার, শহরের সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াসে। আবার সপ্তাহ শেষে তা একই জায়গায় চলে এসেছে। বৃষ্টি না হওয়ায় স্বাভাবিক নিয়মে বাড়ছে তাপমাত্রা। রবিবার দমদম ও সল্টলেকের সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৮.৮ ও ২৯ ডিগ্রি সেলসিয়াস।
সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৩ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস। বুধবার তা ঠাণ্ডা হাওয়ায় কমে হয়েছে ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। বৃহস্পতিবার তা সামান্য বেড়ে ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস হয়। শুক্রবার তা বেড়ে হয়ে যায় ৩৭.১ ডিগ্রি সেলসিয়াস , যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি।
Be the first to comment