শীত আসছে ৷ কিন্তু সবজি ও শাকের সরবরাহ কম ৷ যার জেরে সাধারণ মানুষের চাহিদা মেটাতে পাল্লা দিয়ে বাড়ছে শাকসবজির দাম ৷ সিম, ফুলকপি, বাঁধাকপি, আলু, মটরশুঁটি ৷ কোনও সবজিতেই হাত দেওয়া যাচ্ছে না ৷ শীতের সকালে বাজারে গিয়ে নাভিশ্বাস উঠছে ক্রেতাদের ৷
রবিবার সকালে মটরশুঁটি বিকোচ্ছে ২০০-২২০ টাকা প্রতি কেজি ৷ পেঁয়াজের দামও ছুঁয়েছে ৯০-র কোঠা ৷ শীতকালীন সবজির দাম আগুন ৷ ভাইফোঁটা পর্যন্ত চড়া থাকবে বাজার ৷ এমনটাই জানাচ্ছেন সবজি বিক্রেতারা ৷
কলকাতার সমস্ত বাজারের ছবিটাই প্রায় এক ৷ তবে, শহরতলীতে সবজির দোকানে কিছুটা হলেও কম শাক-সবজির দাম ৷
Be the first to comment